সৌন্দর্যজীবনযাপন

Aloevera For Hair: চুলের গ্রোথ বাড়াতে চুড়ান্ত কার্যকরী অ্যালোভেরা, জেনে নিন এর উপকারীতা

Advertisement

প্রতিটি মানুষের কাছেই তার চুল খুব প্রিয়। ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়াও খুব প্রয়োজনীয়। বর্তমানের কর্মব্যস্ত জীবনে সময় খুবই কম। আর এই ব্যস্ততার মাঝে নিয়ম করে নিজের কিংবা চুলের যত্ন নেওয়া সম্ভব হয় না বেশিরভাগ মানুষের পক্ষে। তবে যদি সময় করে চুলের যত্ন নেওয়া যায় তাহলে লাভ হবে নিজেদেরই।

সময়ের অভাবে অনেকেই আছেন যারা পার্লারে গিয়ে রিলাক্স করার পাশাপাশি নানা ভাবে যত্ন নেওয়ার চেষ্টা করেন। তবে সবসময় শুধু পার্লারে গেলেই চুলের যত্ন নেওয়া হয় না। কিছুটা হলেও সচেতন হতে হয় নিজেকেও। বর্তমানে চুল পড়ে যাওয়া অন্যতম সমস্যা সকলের কাছে, যা অনেকসময় চিন্তার ভাজ ফেলে সাধারণের কপালে। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরা সহায়তা করতে পারে। এই নিবন্ধে সেই নিয়েই আলোচনা করা হল।

অ্যালোভেরার উপকারিতা:

১) অ্যালোভেরা চুলের গ্রোথ বাড়িয়ে চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে। অ্যালোভেরাতে ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ১২, ভিটামিন সি ও ভিটামিন ই’এর মতো উপাদান থাকে, যা চুল মজবুত রাখতে সাহায্য করে। আর অ্যালোভেরায় উপস্থিত অ্যালোনিন যৌগ চুলের গ্রোথ বাড়াতে সহায়তা করে থাকে।

২) অ্যালোভেরাতে এনজাইম থাকে। এই এনজাইম চর্বি ভেঙে দিয়ে চুলের অতিরিক্ত তৈলাক্তভাব কমাতে সাহায্য করে।

৩) অ্যালোভেরাতে উপস্থিত সেবোরেরিক ডার্মাটাইটিস খুশকি কমানোর পাশাপাশি, স্কাল্পের একাধিক সমস্যা দুর করে থাকে। এমনকি চুলকানি থেকেও রেহাই দেয় এটি।

৪) অ্যালোভেরার রস অতিবেগুনী রশ্মি থেকে বাঁচায় চুলকে। এটি চুলের রঙ বজায় রাখার পাশাপাশি চুলের উজ্জ্বল ভাব বজায় রাখে।

Related Articles

Back to top button