Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজেশ খান্নার সঙ্গে সম্পর্ক ছিল আম্বানির স্ত্রীর, বিবাহিত জীবন নিয়ে আক্ষেপ অভিনেত্রী ডিম্পলের

Updated :  Wednesday, October 19, 2022 11:40 AM

বলিউডের স্বর্ণযুগের কয়েকজন অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ডিম্পল কাপারিয়া। বহুদিন যাবত তিনি হয়ে থেকেছেন বলিউডের একজন চেনা মুখ। বিভিন্ন সিনেমায় তার অভিনয় দেখে এখনো লোকে মুগ্ধ। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি বলিউডের সুপারস্টার রাজেশ খান্নার স্ত্রী হিসেবেও তিনি কিন্তু বেশ জনপ্রিয়। তবে, রাজেশ খান্নার স্ত্রী হিসেবে স্বীকৃতি পেলেও কখনোই রাজেশ খান্নার ব্যক্তিগত জীবনের স্ত্রীর মর্যাদা তিনি পাননি। বিভিন্ন কারণবশত বহু বছর ধরে রাজেশ খান্না তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সিনেমাতে একজন জেন্টলম্যানের ভূমিকায় তাকে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে রাজেশ খান্নার চরিত্র যে খুব একটা ভালো ছিল না, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।

তবে, এতদিন পর্যন্ত রাজেশ খান্নার ব্যাপারে একটি বিরুদ্ধে মন্তব্যও না করলেও, এবারে নিজের স্বামীর ব্যাপারে এবং নিজের বিবাহিত জীবনের ব্যাপারে বড় মন্তব্য করে বসলেন অভিনেত্রী ডিম্পল কাপারিয়া। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বিবাহিত জীবনের ব্যাপারে কথা বলতে গিয়ে ডিম্পল বললেন, বিবাহিত হওয়া সত্ত্বেও রাজেশ খান্না বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর এদের মধ্যেই একজন হলেন আম্বানির স্ত্রী। তবে হ্যাঁ অবশ্যই মুকেশ আম্বানি নয়, তিনি এই বক্তব্যের মাধ্যমে অনিল আম্বানীর স্ত্রী টিনা আম্বানির দিকেই ইঙ্গিতের আঙ্গুল তুলেছেন।

শোনা যায়, জীবনের প্রথম ছবির কো-স্টার সঞ্জয় দত্তের বিভিন্ন বদ অভ্যাসের কারণে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর টিনার জীবনে আসেন বলিউড সুপারস্টার রাজেশ খান্না। স্ত্রী ডিম্পল কাপারিয়ার সঙ্গে রাজেশ খান্নার সম্পর্ক কোনোদিনই তেমন একটা ভালো ছিলনা। সত্তরের দশকের শেষের দিকে সেই সম্পর্কের মধ্যে আরও তিক্ততা আসতে শুরু করে। অন্যদিকে, সেই সময়েই রাজেশের পরিচয় হয় অভিনেত্রী টিনার সাথে। সেই সময়ে টিনা মুনিম বলিউডের সবথেকে সুন্দরী এবং লাস্ট সময় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তাই খুব সহজেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন রাজেশ খান্না।

রাজেশ খান্নার সঙ্গে সম্পর্ক ছিল আম্বানির স্ত্রীর, বিবাহিত জীবন নিয়ে আক্ষেপ অভিনেত্রী ডিম্পলের

এই আকর্ষণের কারণেই টিনা মুনিমের সঙ্গে কথা এগিয়েছিল রাজেশের। তারপর কথাবার্তার পর্যায় এগোতে এগোতে প্রথমে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেমের পর্যায়ে আসতে খুব একটা সময় লাগেনি তাদের দুজনের। তবে হ্যাঁ, এই সম্পর্কটাও খুব একটা বেশিদিন টেকেনি। টিনা মুনিমের সঙ্গে সম্পর্কে থাকা সত্বেও তিনি অন্যান্য অভিনেত্রীদের প্রতি আকৃষ্ট হয়ে যান। তাই খুব কম দিনের মধ্যেই এই সম্পর্ক ভেঙে যায়। আর এরপরই টিনার সঙ্গে সম্পর্ক হয় অনিল আম্বানির, যে সম্পর্ক পরবর্তীতে বিয়ের রূপ নেয়। অন্যদিকে, নিজের স্বামীর দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী ডিম্পল কাপারিয়া।