Ameesha Patel: বেহরানের সমুদ্র সৈকতে এমন পোশাক পরলেন আমিশা, ভক্তদের হৃদস্পন্দন বেড়ে গেল

আমিশা পাটেল বলিউডের অন্যতম জনপ্রিয়, প্রথম সারির হিট অভিনেত্রী। ২০০০ সালে তেলেগু ছবি ‘বদ্রি’ দিয়েই নিজের অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন। ঐ বছরেই হৃত্বিক রোশনের বিপরীতে ‘কহনা পেয়ার হ্যায়’ দিয়েই নিজের বলিউড ডেবিউ করেছিলেন অভিনেত্রী। বক্সঅফিসেও চূড়ান্ত সফল হয়েছিল সেই ছবি। এরপর থেকে পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ইট উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। ২০০১’এ ‘গাদার: এক প্রেম কথা’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবিটিও যে বক্সঅফিসে বেজায় সাড়া ফেলেছিল সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সেই থেকেই নিজের রূপের ছটায় মুগ্ধ করে রেখেছেন নিজের অগণিত ভক্তদের, যা বহাল রেখেছেন এখনও। বড়পর্দায় বিশেষ দেখা না মিললেও থেকে থেকেই নেটদুনিয়ায় চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি নিজের একটি বোল্ড ভিডিওর সূত্র ধরেই চর্চায় আমিশা পাটেল।

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

৪৬ বছর বয়সেও রূপের জৌলুস কমেনি এতটুকুও। এখনও তাকে দেখে মুগ্ধ হন তার অধিকাংশ ভক্তরা। নিঃসন্দেহে বলা চলে তিনি এই বয়সেও রূপে গুনে টেক্কা দেন বর্তমানের বলি ডিভাদের। সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় তিনি, তা অবশ্য আর আলাদাভাবের বলার প্রয়োজন নেই। সম্প্রতি আমিশা পাটেলের শেয়ার করা ১’টি বোল্ড ভিডিওর সূত্র ধরে চর্চায় রয়েছেন অভিনেত্রী, যা রীতিমতো নজর টেনেছে, নেটনাগরিকদের। পাশাপাশি উষ্ণতা ছড়িয়েছে তার অগণিত ভক্তমহলের মাঝেও।

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

এই মুহূর্তে একেবারে ভ্যাকেশন মুডে রয়েছেন আমিশা পাটেল। বেহরানে (Bahrain) ছুটি কাটাচ্ছেন তিনি। সেখান থেকেই নিজের একাধিক বিকিনি লুক শেয়ার করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি শ্যাওলা রঙের একটি বিকিনিতে সোশ্যাল মিডিয়ার পারদ চড়াতে দেখা গিয়েছে তাকে। এই লুকেই হোটেলের ব্যালকনি থেকে শুরু করে বিচের ধার পর্যন্ত ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। বিচের ধারে তার রোদ পোহানোর ঝলকও মিলেছে তার শেয়ার করা অন্য আরেকটি ভিডিওতে। অভিনেত্রীর এই ভিডিওগুলি রীতিমতো আগুন ছড়িয়েছে ভক্তদের মাঝে। তিনি যে এই বয়সেও একেবারে ফিট, তা তার মারকাটারি ফিগারে চোখ রাখলেই স্পষ্ট হবে। নিয়মিত শরীরচর্চা যে তার নিয়মিত অভ্যাস, তা অবশ্যই আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। আপাতত অভিনেত্রীর ভক্তমহল তার এই বেহরানের বোল্ড লুক নিয়েই মত্ত হয়ে রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)