Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ দ্বিতীয় দফার শেষ প্রচার, শুভেন্দুর হয়ে প্রচারে ঝড় তুলতে মাঠে নামছেন শাহ-মিঠুন

Updated :  Tuesday, March 30, 2021 11:58 AM

নন্দীগ্রামের মত একটি হাই প্রোফাইল কেন্দ্র দখলে মরিয়া বিজেপি। বারবার শুভেন্দু অধিকারী নিজের অবস্থান স্পষ্ট করার জন্য জনসভা করছেন। আর এবার এসে জনসভায় অংশ গ্রহণ করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই এই কেন্দ্রে হাইপ্রোফাইল লড়াই হতে চলেছে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে ৫০,০০০ এর বেশি ভোটে পরাজিত করবেন। নতুবা শুভেন্দু অধিকারীর হুংকার তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি আছে এবং তার আগেই বিজেপি কর্তৃপক্ষ অমিত শাহ, মিঠুন চক্রবর্তী এবং বাকি নেতাদের পাঠিয়ে দিয়েছেন নন্দীগ্রামে। এবারে তারা নন্দীগ্রামে নির্বাচন পর্যালোচনা করতে চলেছেন। অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন এবং ভোট শেষ হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন।

আগামী পয়লা এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন। তার আগে উভয়পক্ষ নিজেদের শক্তি পরীক্ষা করার জন্য নন্দীগ্রামে ঘাঁটি গেড়েছে। পরপর জনসভা করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, দুপুর ১২ টায় তিনি নন্দীগ্রামে একটি রোড শো করবেন। তারপর ১.৩৫ মিনিটে তার ডেবরা একটি রোড শো করার কথা। ৩.০৫ মিনিটে পাঁশকুড়া পশ্চিমে একটি রোড শো করবেন অমিত শাহ। তারপর ৪.৪০ নাগাদ ডায়মন্ড হারবারে রয়েছে একটি রোড শো এর কথা।

অন্যদিকে মিঠুন চক্রবর্তী বাংলার জনগণের কাছে অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। এই কারনে তার জনপ্রিয়তাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবারের নির্বাচনে মিঠুন চক্রবর্তী তাদের অন্যতম একজন মুখ হিসেবে সামনে আসছেন। নন্দীগ্রামে তিনিও অমিত শাহ এর মতই একের পর এক জনসভা করতে চলেছেন। দ্বিতীয় দফায় আগামী পয়লা এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন হতে চলেছে। তার প্রাক্কালে অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তীর জোড়া জনসভায় নন্দীগ্রামের রাজনৈতিক উত্তাপ একেবারে চরমে।