Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ananya Pandey: সাদা রঙের অফ শোল্ডার টপ পরে সাহসী স্টাইল দেখালেন অভিনেত্রী অনন্যা, দেখুন তার সুন্দর ছবি

Updated :  Monday, September 12, 2022 11:54 AM

বছর তিনেক হল বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছে তার। ২০১৯’এ ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’এর হাত ধরেই বলিউডে নিজের অভিনয় জীবন শুরু করেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ, কার্তিক আরিয়ানের পাশাপাশি দীপিকা পাডুকন, সিদ্ধান্ত চতুর্বেদী, ঈশান খট্টরের মতো অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। কারাণ জোহারের সাথেও কাজ করেছেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে! হ্যাঁ ঠিকই ধরেছেন বলিউডের তরুণ অভিনেত্রী চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডের কথাই বলা হচ্ছে।

Ananya Pandey: সাদা রঙের অফ শোল্ডার টপ পরে সাহসী স্টাইল দেখালেন অভিনেত্রী অনন্যা, দেখুন তার সুন্দর ছবি

কয়েকদিন আগেই তার অভিনীত ‘লাইগার’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। ছবিতে বিজয় দেবারাকোন্ডার বিপরীতেই দেখা মিলেছে অনন্যা পান্ডের। ছবির প্রতিটি গানই হিট দর্শকমহলে। আপাতত সেই ছবির প্রচারেই ছবির অন্যান্য কলা কৌশলীদের পাশাপাশি বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রীও। সম্প্রতি এও জানা গিয়েছে, আসন্ন ছবি ‘ড্রিম গার্ল ২’তে অভিনয় করতে চলেছেন তিনি। বলিউডের তরুণ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম ব্যস্ত উঠতি অভিনেত্রী, তা আর বলার অপেক্ষা রাখছে না। তবে আপাতত একেবারে অন্য একটি কারণে সোশ্যাল মিডিয়ার পাতায় তার ভক্তদের মাঝে চর্চিত অনন্যা পান্ডে।

সম্প্রতি শত ব্যস্ততার মাঝেও ইতালিতে পাড়ি দিয়েছেন তিনি। সেখানেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন অনন্যা। তার বেশ কিছু ঝলকও শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি নেটনাগরিকদের। অন্যতম সুন্দর শহর রোমেই নিজের কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছেন অনন্যা। মনের ইচ্ছেও জানিয়েছেন কয়েন ফেলে। সেই ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ছবিতে একটি অফ-সোল্ডার সাদা পোশাকে দেখা গিয়েছে অনন্যাকে। বেশ খোস মেজাজেই হাসিমুখে ছিলেন তিনি। খোলা চুলে, বিনা মেকাপেই ছিলেন অনন্য। অভিনেত্রীর শেয়ার করা সাম্প্রতিক এই ছবিগুলি যে তার ভক্তদেরও বেজায় পছন্দ হয়েছে, তা কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।