Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাবার পরিচালনায় পর্দায় আসতে চলেছেন অঙ্কুশ

Updated :  Sunday, November 17, 2019 9:49 PM

কেয়া সেন : বাবার, মানে টলিউডের কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদবের পরিচালনায় শেষ বার ভিলেন অবতার সকলের নজর কেড়েছিলেন অঙ্কুশ। মিমি আর রীতিকার বিপরীতে দ্বৈত চরিত্রে তো বটেই, পাশাপাশি একেবারে নতুন রূপে পর্দায় নিজেকে নিয়ে এসেছিলেন অভিনেতা। পাশাপাশি ছবিতে পুজোর গান ও পার্টি নম্বারে চুটিয়ে নাচ ও করেছিলেন অঙ্কুশ।

বাবার পরিচালনায় পর্দায় আসতে চলেছেন অঙ্কুশ

ইতিমধ্যেই নিজের আপকামিং রিলিজ রাজা চন্দের পরিচালিত “ভয়” নিয়ে ব্যস্ত তারকা। চলছে রিয়্যালিটি শোয়ের শ্যুটিং।

বাবার পরিচালনায় পর্দায় আসতে চলেছেন অঙ্কুশ

এরই মধ্যে বাবা যাদবের পরিচালনায়, শুরু করে দিয়েছেন নাম না জানা ছবির প্রি-প্রোডাকশন অর্থাৎ স্ক্রিপ্ট পড়ার কাজ। একটা লম্বা বিরতির পর হয়তো এই ছবিতেই আবার ও জুটিতে ফিরতে পারেন অঙ্কুশ-শুভশ্রী। এখন অপেক্ষা ছবির অফিসিয়াল ঘোষনার।