Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Virat-Anushka: কোহলির জন্মদিনে হাস্যকর ছবি শেয়ার করলেন অনুষ্কা, জানালেন এটাই তার সেরা ছবি

Updated :  Saturday, November 5, 2022 10:11 PM

ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে সবচেয়ে সফলতম ক্রিকেটার বিরাট কোহলি আজ ৩৪ তম বর্ষে পদার্পণ করেছেন। তার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তার অনুগামীরা। ভারতীয় ক্রিকেট দলের সাথে সুদূর অস্ট্রেলিয়াতে জন্মদিন পালন করছেন রান মেশিন বিরাট কোহলি। পাশাপাশি তার ভক্তরাও কেক কেটে জন্মদিন পালনের ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি একাধিক তারকা ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এদিকে পিছিয়ে থাকেননি বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মা। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন একদম অন্যভাবে। কোহলির ৩৪তম জন্মদিনে তার অদেখা কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখতে দেখতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট প্রেমীদের মধ্যে। অনুষ্কা শর্মা ছবিগুলো শেয়ার করার সময় একটি লম্বা ক্যাপশন লিখেছেন। যেখানে তিনি লিখেছেন,”আজ তোমার জন্মদিন। আর তোমার জন্মদিনে তোমার অদেখা ছবিগুলো শেয়ার করলাম। এর সাথে আমি তোমাকে বলতে চাই, তুমি যেমন হও না কেন প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে আমি তোমাকে ভালোবাসি।”

বিরাট কোহলির উদ্দেশ্যে অনুষ্কা শর্মার এমন মন্তব্য হৃদয় ছুঁয়েছে প্রত্যেকটি ক্রিকেট প্রেমির। তারা ছবিটিতে হাজার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দলের সাথে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। দীর্ঘদিন ব্যর্থতার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে একাই জয় সূচক ইনিংস খেলে নিজেকে ফের প্রমাণ করেছেন রান মেশিন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত বিরাট কোহলি ৪ ইনিংসে তিনটি অপরাজিত অর্ধশত রানের ইনিংস উপহার দিয়েছেন।