প্রতিটি মানুষের কাছেই তার চুল ভীষণ প্রিয়। যেকোনো ধরনের সাজের সাথেই সকলেই চান নতুন করে নিজেদের চুলকেও সাজাতে। তবে বিভিন্ন সময় চুলে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, যার ফলস্বরপ অনেকসময় অকালে চুল পড়ে যায় কিংবা চুল সাদা হয়ে যেতে থাকে। বলাই বাহুল্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের সমস্যা বেশিরভাগকেই সহ্য করতে হয়। তবে এক বিশেষ ধরনের পাউডার ব্যবহার করলেই সাদা চুলের সমস্যা থেকে মিলবে মুক্তি।
চুলের জন্য ইন্ডিগো পাউডার- সব ধরনের চুলের জন্য ইন্ডিগো পাউডার ব্যবহার করা যেতে পারে। এটি চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে। এমনকি চুল পড়া থেকেও মুক্তি দিতে পারে এটি। এই পাউডার ঠিকমত সঠিক পদার্থের সাথে মিশিয়ে চুলে প্রয়োগ করতে পারলে, তা চুলকে কালো, বাদামি কিংবা হালকা বাদামি রঙ দিতে পারে।
পদ্ধতি:
১) ইন্ডিগো পাউডার চুলে লাগানোর আগে মেহেন্দি করে নেওয়া হয়।
২) একটি পাত্রে মেহেন্দি নিয়ে তাতে লিকার চা কিংবা কফির জল দিয়ে মিশিয়ে নিতে হবে। সেটি সারারাত ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর চুলে সেই মিশ্রণ লাগিয়ে ৪৫ মিনিট শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। পরে ভালো করে চুল ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে।
৩) এরপর চুল শুকিয়ে গেলে চুলে ইন্দিগো লাগাতে হবে।
৪) ইন্ডিগো পাউডার একটি পাত্রে নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটি চুলে লাগিয়ে ৪৫ মিনিট থেকে ২ ঘন্টা রেখে দিতে হবে। পরে ভালো করে মাথা ধুয়ে নিতে হবে।
৫) মাসে দু’বার এই মিশ্রণ চুলে লাগানো যেতে পারে।
উপকার:
১) ইন্ডিগো পাউডার চুলের ঘনত্ব বাড়ায়। এমনকি ফিরিয়ে দেয় চুলে উজ্জ্বলতাও।
২) চুলের ফলিকলকে শক্তিশালী করে, পাশাপাশি চুল পড়া থেকে মুক্তি দেয়।
৩) খুশকির সমস্যা থেকে রেহাই পেতেও ইন্ডিগো পাউডার লাগানো যেতে পারে।
৪) এটি স্কাল্পের সমস্যা দূর করতে সহায়তা করে। এমনকি বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এটি।