Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পপ তারকা লিসার সাথে তুলনা, ঐশ্বর্য কন্যা আরাধ্যার নাচের ভিডিও তুমুল ভাইরাল, দেখুন ভিডিও

Updated :  Monday, January 31, 2022 9:25 AM

সোশ্যাল মিডিয়াতে তারকাদের নিয়ে চর্চা চলতেই থাকে। তা আর নতুন কিছু নয়। সম্প্রতি চর্চায় উঠে এসেছেন বলিউডের বচ্চন পরিবারের মেয়ে আরাধ্যা বচ্চন। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র সন্তান। সম্প্রতি তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আরাধ্যার সাথে নেটিজেনরা মিল পেয়েছেন কে-পপ তারকা লিসার।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আরাধ্যা ভারতীয় পতাকার সামনে দাঁড়িয়ে দুটি দেশাত্মবোধক গানের সাথে নাচ করেছেন। গান দুটি হল ‘সারে যাহা সে আচ্ছা’ ও ‘মা তুঝে সলম’। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের বক্তব্য। তাদের কথায়, ব্ল্যাকপিঙ্কের লিসার সাথে আরাধ্যার অনেক মিল রয়েছে। অনেকে আরাধ্যাকে লিসার কার্বন কপি বলেছেন। এ ছাড়াও একাধিক নেটিজেন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, যা রীতিমতো লক্ষণীয়।

লিসা ‘ব্ল্যাকপিঙ্ক’এর সদস্য হওয়ার পাশাপাশি গতবছর অর্থাৎ ২০২১ সালেই সোলো আর্টিস্ট হিসেবে গান গাওয়া শুরু করেছেন। আর সম্প্রতি তার সাথেই তুলনা করা হল আরাধ্যার। ২০২১’এ ঐশ্বর্য কন্যা পা দিল ১০ বছরে। ইতিমধ্যেই সে বুঝতে শুরু করেছে সে কোন বাড়িতে জন্মেছে। সম্প্রতি নেটিজেনদের এই অদ্ভুত ধারণার সূত্র ধরেই বচ্চন পরিবারের মেয়ে চর্চিত হয়েছেন সোশ্যাল মিডিয়াতে।