Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kolkata Knight Riders: গম্ভীরের জায়গায় KKR-এ আসছেন বিশ্বকাপ জয়ী তারকা, মেন্টরে মহাচমক কিং খানের

Updated :  Friday, September 6, 2024 2:40 PM

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে ইতিমধ্যে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিজের কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। আর তার সাথে ঘরে প্রত্যাবর্তন করেছেন রাহুল দ্রাবিড়। তবে ঘরে প্রত্যাবর্তন করেই তিনি যোগ দিয়েছেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ রাজস্থান রয়্যালস শিবিরে। জানা গেছে, ব্যবস্থাপক হিসেবে রাজস্থান শিবিরে নিজের কার্যক্রম শুরু করবেন রাহুল দ্রাবিড়। তবে রাজস্থানে তার প্রত্যাবর্তনে নিজের জায়গা হারিয়েছেন শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। রাহুল দ্রাবিড়ের প্রত্যাবর্তনে তিনি কোন দলের সাথে যুক্ত হবেন তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা।

আমরা আপনাদের বলি, রাহুল দ্রাবিড় রাজস্থানের সাথে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সাথে যুক্ত হবেন বলে জানা গেছে। ফলে রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস অর্থাৎ কুমার সাঙ্গাকারা নিজের জায়গা হারাতে চলেছেন। তবে এই কিংবদন্তি ক্রিকেটার এবার কোন দলের সাথে যুক্ত হবেন, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জোরদার আলোচনা।

সংবাদ মাধ্যমের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা আপনাদের বলি, শ্রীলংকান কিংবদন্তি আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত হতে পারেন। এমনিতেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের যোগদানের পর কলকাতা নাইট রাইডার্স শিবিরে মেন্টরের পদ শূন্য রয়েছে। ফলে সেই সিংহাসনে বসতে পারেন শ্রীলংকান এই কিংবদন্তি। গোপন সূত্রে পাওয়া খবর অনুসারে, ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরের তরফ থেকে কুমার সাঙ্গাকারার সাথে এই বিষয়ে বৈঠক হয়েছে। জানা যাচ্ছে, দুই একদিনের মধ্যে নিজের প্রতিক্রিয়া জানাবেন শ্রীলংকান কিংবদন্তি। আমরা আপনাদের বলি, কুমার সাঙ্গাকারার অধীনে রাজস্থান রয়েলস ২০২২ আইপিএলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।