এবার থেকে প্রতিদিন এই পরিমাণ টাকা তোলা যাবে ATM থেকে, নয়া নির্দেশিকা জারি করল RBI
আমরা আপনাদের বলে রাখি, যেকোনো ব্যাংক তার গ্রাহকদের জন্য সর্বমোট ৩ প্রকার এটিএম কার্ড ধার্য করে থাকে।
যুগের অগ্রগতির সাথে সাথে মানুষের চাহিদা বেড়েছে আধুনিক প্রযুক্তির। হাতে থাকা স্মার্টফোন হোক কিংবা স্মার্ট ওয়াচ, সর্বক্ষেত্রে প্রযুক্তির অভূতপূর্ব ব্যবহার নিজের করে পেতে চায় সবাই। বর্তমানে কেনাকাটা হোক কিংবা হাত খরচ, প্রত্যেক ক্ষেত্রেই বেড়েছে অনলাইন পেমেন্টের প্রচলন। বর্তমানে স্মার্ট ফোনধারী প্রত্যেক ব্যক্তি ক্যাশ পরিবহনের চেয়ে অনলাইন ট্রানজেকশন করতে বেশি পছন্দ করেন। যার ফলে বর্তমান যুগে কমেছে ATM কার্ডের ব্যবহারও।
তবে কয়েক বছর আগে এই এটিএম কার্ড মানুষকে প্রশস্তি দিয়েছিল ব্যাংকের লম্বা লাইন থেকে। তবে সেই এটিএম কার্ডের ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ তথ্য অনেকেই জানেন না। কিংবা প্রতিদিন কত টাকা পর্যন্ত ট্রানজেকশন করা সম্ভব, সে সম্পর্কেও পূর্ণ তথ্য জানেন না অনেকেই। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কোন ব্যাংকে দৈনিক কত টাকা পর্যন্ত এটিএম কার্ডের মাধ্যমে উত্তোলন করা সম্ভব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
প্রথমেই আমরা আপনাদের বলে রাখি, যেকোনো ব্যাংক তার গ্রাহকদের জন্য সর্বমোট ৩ প্রকার এটিএম কার্ড ধার্য করে থাকে। প্রত্যেক প্রকার এটিএম কার্ডের মাধ্যমে আলাদা আলাদা সীমা পর্যন্ত অর্থ উত্তোলন করতে পারেন গ্রাহক। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, প্লাটিনাম RuPay ডেবিট কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি সর্বমোট কত টাকা অবধি উত্তোলন করতে পারেন-
SBI ব্যাংক: এই ব্যাংকে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করা সম্ভব। এছাড়া দৈনিক ৭৫,০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করা সম্ভব।
HDFC ব্যাংক: এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম কার্ডের মাধ্যমে দৈনিক ২৫ হাজার টাকা উত্তোলন এবং ২.৭৫ লাখ টাকা পর্যন্ত ঘরোয়া কেনাকাটা করা সম্ভব।
Yes ব্যাংক: এই ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে দৈনিক ২৫ হাজার টাকা উত্তোলন এবং ৭৫ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা সম্ভব।