অরূপ মাহাত: দীর্ঘ শুনানির পর ঘোষণা হলো বিতর্কিত অযোধ্যা মামলার রায়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে সুপ্রিমকোর্টের বিশেষ বেঞ্চ জানিয়ে দিল অযোধ্যার মাটির দখল থাকবে রামের হাতে। পরিবর্তে বাবরি মসজিদের জন্য মুসলিমদের অন্যত্র দেওয়া হবে জমি। রায় ঘোষণার পর স্বভাবতই খুশি সরকার পক্ষ। ফলে, জল্পনা সৃষ্টি হয়েছে রামমন্দির তৈরীকে ঘিরে। বিজেপির চালিকাশক্তি আরএসএসের দীর্ঘদিনের দাবি ছিল অযোধ্যায় রামমন্দির তৈরী করার। এবার জমির মালিকানা হাতে পেয়ে তবে কি মন্দির নির্মাণের কাজে হাত দেবে তারা! নাকি মন্দির নির্মাণ করা হবে সরকারের পক্ষ থেকে! জল্পনা বাড়ছে।
আরও পড়ুন : অযোধ্যা ভূমি আইনি ভাবে হিন্দুদের : সুপ্রিম কোর্ট
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতাদের দীর্ঘদিনের দাবি সুপ্রিমকোর্টে মান্যতা পাওয়ায় বিজেপি নেতৃত্ব বিজয়োৎসব পালনে মেতে উঠবে বলেই মনে করছে অভিজ্ঞ মহল। হিন্দুত্ববাদের উপর নির্ভর করে ক্ষমতা দখল করা বিজেপি এবার রামমন্দির নির্মাণ কাজে কি ভূমিকা নেয় সেটা জানতেই আগ্রহী সব পক্ষ।