Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুম্বই পুরসভার বিরুদ্ধে তোপ, ‘রামমন্দির ভাঙতে এসেছে বাবর’

Updated :  Wednesday, September 9, 2020 2:16 PM

মুম্বাইকে ফের পাকিস্থানের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা।

কঙ্গনা ট্যুইট করে জানিয়েছেন ফের বাবর বাহিনি আমার রাম মন্দির ধ্বংস করতে এসেছে।

ইলিগ্যাল কনস্ট্রাকশন অর্থাৎ অবৈধ নির্মাণ এর জন্য বিএমসি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেয় বুধবার সকাল থেকে। গত মঙ্গলবার কঙ্গনা ট্যুইট করে জানান যে তাঁর অফিসে কোন ইল্যিগাল কনস্ট্রাকশন নেই। তাঁর কাছে সমস্ত বৈধ কাগজ আছে। কিন্তু তাও বলিউড কুইনের মুম্বাই ফেরার পূর্বেই তাঁর অফিস ভাংচুর চালায় বিএমসি। কিন্তু থেমে থাকেনি মুম্বাই পুলিশ। রীতিমত বুল্ডোজার দিয়ে অফিস ভাঙ্গার কাজ শুরু হয় সকাল থেকে। এরপরেই কঙ্গনা রানাউত সমানে ট্যুইটারে পোস্ট করেন বিএমসি-র তাণ্ডব। শুধুমাত্র ছবি পোস্ট করেননি। তিনি বলেছেন মুম্বাই পুলিশ হল বাবর বাহিনির সমান।