বাংলাদেশী ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংঘর্ষের ঘটনা প্রায়ই উঠে আসে সংবাদ শিরোনামে। ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অসহযোগের দৃষ্টান্ত ইতিপূর্বে বহুবার তুলে ধরেছেন সে দেশের ক্রিকেটাররা। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অসহযোগের কথা সবচেয়ে বেশি যিনি তুলে ধরেছেন, তিনি আর কেউ নন বরং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শুধুমাত্র এই প্রথমবারের জন্য নয়, ইতিপূর্বে একাধিকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে সংবাদ শিরোনামে উঠেছেন তিনি।
সম্প্রতি আরও একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অসহযোগের কথা তুলে ধরে সংবাদ শিরোনামে উঠেছেন তিনি। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েও শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ থাকার কারণে তাকে আইপিএল থেকে নাম কাটতে বাধ্য করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। উল্লেখ, ২০২৩ আইপিএলে বেসিক মূল্য ১ কোটি টাকায় কলকাতা শিবিরে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপনের অসহযোগিতার কারণে সেই সুযোগ হাতছাড়া হয় তার।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচ এবং টেস্ট ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ দলের সাথে ইংল্যান্ডে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানে তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন,’আমরা শুধু নামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলি। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের টি-টোয়েন্টি লিগের খেলা গুলি সম্প্রচার করা হয়। তবে সেই সব দেশের ক্রিকেট প্রেমীরা বিপিএল ছেড়ে পাকিস্তান সুপার লিগ কিংবা ওয়েস্ট ইন্ডিজ প্রিমিয়ার লিগের খেলা দেখতে বেশি পছন্দ করেন। আমরা শুধুমাত্র আইপিএলের পরবর্তী লিগ হিসেবে বিপিএলের নাম তুলে ধরি। তবে বিশ্বাস করুন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক বেশি গোছানো। অন্তত একটি আসর শেষ হতে না হতেই আগামী আসরের জন্য দল নির্বাচন করা হয় ঢাকা প্রিমিয়ার লিগে।’