জীবনযাপনসৌন্দর্য

মুখের দাগ দূর করবে অ্যাপল, জানুন ব্যাবহারের পদ্ধতি, বদলে যাবে মুখের রং!

Advertisement

প্রকৃতি আমাদের অনেক ফল উপহার হিসেবে দিয়েছে। এই সব ফল ঔষধি গুন সমৃদ্ধ, এইসব খেলে শরীরের অনেক উন্নতি হয়। তেমনই একটি ফল আপেল, এটি শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও উপকারী। এই ফেসপ্যাকটির সাহায্যে আপনি সহজেই উজ্জ্বল ত্বক পেতে পারেন। আপেল ভিটামিন সি, ভিটামিন এ এবং কপার সমৃদ্ধ। ক্ষতিগ্রস্থ কোষ আপেল মেরামত করে এবং ত্বকে উজ্জ্বলতা আসে। আপেলের পেস্টে মধু ও হলুদ মিশিয়ে মুখে লাগালে দাগও দূর হয়। এর ফলে আপনার গায়ের রংও পরিষ্কার হতে শুরু করে।

আপেলের ফেসপ্যাক লাগালে ত্বক টানটান হতে শুরু করবে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার হতে শুরু করবে। এতে মুখের আর্দ্রতাও বজায় থাকবে।আপেলের পেস্টের সাথে ডালিমের রস মিশিয়ে মুখে ম্যাসাজ করলে ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিএজিং বৈশিষ্ট্য পাওয়া যায়, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।আসুন জেনে নেয়া যাক ত্বকের ধরন অনুযায়ী আপেলের তৈরি প্যাক ব্যবহারের পদ্ধতি ও উপকারিতা-

১)অ্যাপল মাস্ক, শুষ্ক ত্বকের জন্য এই ভাবে ব্যবহার করুন-
মিক্সারে আপেল ভালো করে পিষে নিন। এবার ১ চা চামচ দই ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। সপ্তাহে দুই থেকে তিনবার এটি করলে মুখের উজ্জ্বলতা ফিরে আসবে। আপনার ত্বক যদি শুষ্ক হয়, তাহলে এতে ১ চা চামচ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর মুখ ধুয়ে ফেলুন।

২) এই ভাবে সংবেদনশীল ত্বকের জন্যে ব্যবহার করুন-
সংবেদনশীল ত্বকের মানুষরা প্রথমে আপেলকে জলে সিদ্ধ করে ম্যাশ করে নিন। এরপর একটি কলা ও এক চামচ ক্রিম মিশিয়ে মুখে লাগান এবং ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩) ব্রণ দূর করতে এই উপায় ব্যবহার করুন-
আপেলের সাহায্যে আপনি ব্রণ থেকে মুক্তি পেতে পারেন। আপনার মুখে ব্রণ থাকলে আপেলের পেস্টে মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপেল প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এছাড়া ২ চামচ দুধে আপেলের রস ও মধু মিশিয়ে মুখে লাগান।

৪) সাধারণ ত্বকে এভাবে আপেল ব্যবহার করুন-
এমনকি স্বাভাবিক ত্বকের মানুষরাও আপেল ব্যবহার করতে পারেন। এর জন্য আপেলের পেস্টে ১ চা চামচ ডিমের সাদা অংশ, ১ চা চামচ দই এবং আধা চা চামচ গ্লিসারিন মিশিয়ে লাগান। ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি করলে মুখে উজ্জ্বলতা ফিরে আসবে।

Related Articles

Back to top button