Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Best CNG Car: সস্তা দামে কিনুন সেরা মাইলেজের এই CNG গাড়ি, দুর্দান্ত ডিজাইনের সাথে রয়েছে অবিশ্বাস্য ফির্চাস

যদি আপনি দৈনিক অফিস যাওয়ার জন্য ৩০ কিলোমিটার বা তার অধিক দূরত্ব অতিক্রম করতে চান, সে ক্ষেত্রে আপনার জন্য সেরা বিকল্প হয়ে উঠতে পারে সিএনজি গাড়ি। পেট্রোল কিংবা ডিজেলের বিকল্প…

Avatar

যদি আপনি দৈনিক অফিস যাওয়ার জন্য ৩০ কিলোমিটার বা তার অধিক দূরত্ব অতিক্রম করতে চান, সে ক্ষেত্রে আপনার জন্য সেরা বিকল্প হয়ে উঠতে পারে সিএনজি গাড়ি। পেট্রোল কিংবা ডিজেলের বিকল্প হিসেবে আজ কাল ভারতের বাজারে রাজত্ব করছে সিএনজি গাড়ি। বিশেষ করে জ্বালানি গ্যাসের মূল্য পেট্রোলের তুলনায় কম হওয়ার কারণে আজকাল বেশিরভাগ মানুষ নিজের পছন্দের তালিকায় রাখছেন সিএনজি গাড়ি। তবে কোন কোম্পানির কোন মডেলের সিএনজি গাড়ি আপনার জন্য উপযুক্ত হতে পারে, তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। আর আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক, ভারতের বাজারে কম দামের সেরা সিএনজি গাড়ি কোনগুলি-

Maruti Suzuki Alto K10 CNG: মারুতি সুজুকির এই গাড়িটি বর্তমানে ভারতের বাজারে প্রাপ্ত সিএনজি গাড়িগুলির মধ্যে সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে। যার এক্স শোরুম মূল্য মাত্র ৫.৯৬ লাখ টাকা। অত্যন্ত সুন্দর ডিজাইনের এই গাড়িটি নিউক্লিয়ার পরিবারের জন্য উপযুক্ত বিকল্প হতে পারে। আমরা আপনাদের বলি, এই গাড়িটি চারজন ব্যক্তির আরামদায়ক ভ্রমণ উপহার দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Maruti Suzuki Celerio CNG: যদি আপনি ৫ জন ভ্রমণের জন্য একটি দুর্দান্ত গাড়ি ক্রয় করতে চান, সে ক্ষেত্রে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Maruti Suzuki Celerio CNG গাড়িটি। ৩৪ কিলোমিটার মাইলেজ বিশিষ্ট এই গাড়িটির বাজার মূল্য ৬.৬৯ লাখ টাকা। এই গাড়িতে আপনি অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের সাথে EBD এবং এয়ারব্যাগের সুবিধা পাবেন। যা আপনাকে একটি উন্নত নিরাপত্তা প্রদান করে।

Tata Tiaogo iCNG: যদি আপনি অন্যান্য কোম্পানির গাড়ির উপর বিশ্বাস করতে না পারেন, সে ক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন ভারতের সবচেয়ে বিশ্বযোগ্য গাড়ি নির্মাণ কোম্পানি টাটার Tiaogo iCNG মডেলের গাড়িটি। ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সহ এই গাড়িটি আপনাকে প্রতি কেজি সিএনজি-তে ২৭ কিলোমিটার মাইলেজ দেবে। যা আপনার জন্য একটি সেরা সিএনজি গাড়ি হয়ে উঠতে পারে।

About Author