বর্তমানের কর্মব্যস্ত জীবনে মানুষের হাতে সময় খুব কম। এক্ষেত্রে নিজের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয় না সাধারণের পক্ষে। আর এর মাঝেই ত্বকের হাজারটা সমস্যা নিয়ে চলতে হয় অনেককেই। তার মূল কারণ অনিয়ন্ত্রিত – অনিয়মিত জীবনযাপন ও দূষণ। যার কারণবশত বয়সের আগেই বয়সের ছাপ পড়তে পারে চোখে-মুখে। তবে যদি নারকেল তেল দিয়ে ত্বক মালিশ করা হয়, তাহলে এই সমস্যা দূর হবে অনেকটাই। জানুন বিস্তারিত।
১) ত্বক টানটান রাখতে- একটি পাত্রে অল্পপরিমানে নারকেল তেল নিয়ে সেটি দিয়ে যদি ত্বক মালিশ করা হয় তাহলে, তা বয়সের আগে ত্বককে বুড়িয়ে যেতে দেয় না। পাশাপাশি নারকেল তেল দিয়ে মালিশ বা ম্যাসাজ চামড়াকে টানটান রখতেও সহায়তা করে।
২) আদ্রতা ফিরিয়ে আনে- শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতেও নারকেল তেল কার্যকরী। বিশেষ করে শীতকালে নিয়ম করে যদি মুখের পাশাপাশি হাতে পায় ও নারকেল তেল মালিশ করা হয় তাহলে, তা ত্বকের স্বাভাবিক আর্দ্রতাকে বজায় রাখতে ভীষণভাবে সহায়তা করে।
৩) দাগ ও ব্রণর সমস্যা মেটায়- নারকেল তেল ত্বকের দীর্ঘস্থায়ী একাধিক দাগ মেটাতেও ভীষণভাবে সহায়ক। পাশাপাশি তেল মালিশ ব্রণর সমস্যা থেকেও অনেকটাই রেহাই দেয়। সপ্তাহে বেশ কয়েকবার ত্বকের উপর যদি নারকেল তেল প্রয়োগ করা যায় তাহলেই তফাৎ চোখে পড়বে নিজেরই।
উল্লেখ্য, এই সমস্যাগুলি ছাড়াও ত্বকের একাধিক জটিল সমস্যা সমাধানে কার্যকরী নারকেল তেল। ত্বক মসৃণ ও কোমল রাখতেও সহায়তা করে এটি।