Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মেয়াদ ৫৬ দিন, সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কল, দুর্দান্ত প্ল্যান আসল হাতের কাছে

Updated :  Wednesday, January 15, 2020 1:11 PM

টেলিকম পরিষেবার বাজারে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন তিনটি শীর্ষস্থানীয় নাম। গ্রাহক সংখ্যা বাড়ানো এবং গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই কোম্পানিগুলির মধ্যে অনবরত প্রতিযোগিতা লেগেই থাকে।

পুরনো প্ল্যানগুলি সংস্করণের পর সামান্য পরিবর্তন আনা হয়েছে তিন কোম্পানির তরফ থেকে। আসুন জেনে নিই ৪৫০ টাকার কমে সবচেয়ে ভালো কি প্ল্যান রয়েছে।

আরও পড়ুন : প্রতিদিন ৩ জিবি ডেটা সঙ্গে আনলিমিটেড ভয়েস কল, দুর্দান্ত প্ল্যান আনল JIO

রিলায়েন্স জিও : ৪৪৪ টাকা : প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০ এসএমএস + আনলিমিটেড জিওকল + অন্যান্য নেটওয়ার্কে মোট ২০০০ মিনিট কল।বৈধতা ৫৬ দিন।

ভোডাফোন : ৪৪৯ টাকা : প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০ এসএমএস + সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল+ Zee5 সাবস্ক্রিপশন। বৈধতা ৫৬ দিন।

এয়ারটেল : ৪৪৯ টাকা : প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০ এসএমএস + সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + Wynk মিউজিক এবং Airtel xstream সাবস্ক্রাইব। বৈধতা ৫৬ দিন।

সবকটি কোম্পানি থেকে একই সুবিধা পাওয়া যাবে এবং বৈধতাও একই দিনের।