Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৯ টাকায় পান আনলিমিটেড কলিং সহ ডেটা, জেনে নিন ৫০ টাকার কমের সেরা প্ল্যানগুলি

টেলিকম মার্কেটের উন্নতির কারণে আজ গ্রাহককে কোম্পানিগুলি কম টাকায় আনলিমিটেড কলিং এর সুবিধা দিয়ে থাকে। আজ কাল আমরা সকলেই আনলিমিটেড কলিং এর প্রয়োজন অনুভব করে থাকি। একে অপরের অবস্থা জানার…

Avatar

By

টেলিকম মার্কেটের উন্নতির কারণে আজ গ্রাহককে কোম্পানিগুলি কম টাকায় আনলিমিটেড কলিং এর সুবিধা দিয়ে থাকে। আজ কাল আমরা সকলেই আনলিমিটেড কলিং এর প্রয়োজন অনুভব করে থাকি। একে অপরের অবস্থা জানার জন্য এই করোনা পরিস্থিতিতে আনলিমিটেড কলিং থাকা একান্ত প্রয়োজন। মার্কেটে এমন বহু প্ল্যান রয়েছে যার দাম ৫০ টাকার কম, রয়েছে আনলিমিটেড কলিং ও। এর মধ্যে রয়েছে Airtel, Jio এবং VI এর মতো কোম্পানিগুলির প্ল্যান। চলুন জানা যাক,

Airtel এর ৫০ টাকার কমের প্ল্যান

Airtel তার গ্রাহকদের একটি ১৯ টাকার প্ল্যান প্রদান করে থাকে। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় ২ দিনের বৈধতা সহ আনলিমিটেড কলিং সহ ২০০ MB ডাটার সুবিধা। তবে এই প্ল্যানে SMS এর কোনও সুবিধাই প্রদান করেনি কোম্পানি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Vi এর ৫০ টাকার কমের প্ল্যান

Vi তার গ্রাহকদের একটি ১৯ টাকার প্ল্যান প্রদান করে থাকে। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় ২ দিনের বৈধতা সহ আনলিমিটেড কলিং সহ ২০০ MB ডাটার সুবিধা। তবে এই প্ল্যানে SMS এর কোনও সুবিধাই প্রদান করেনি কোম্পানি।

Jio এর ৫০ টাকার কমের প্ল্যান

জনপ্রিয় টেলিকম কোম্পানি Jio গ্রাহকদের প্রদান করে থাকে একটি ৩৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় ১৪০০ MB এর 4G ডেটা। এই প্ল্যানের বৈধতা ১৪ দিন। প্রতিদিন গ্রাহক এই প্ল্যানে পাবেন দৈনিক ১০০ MB ডেটা। সাথে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা। তবে এই প্ল্যানটি Jio Phone এর জন্য উপলব্ধ।

About Author