Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নিরহুয়া এবং রিতু সিংয়ের কামুক রোম্যান্স, ভিডিও দেখলে আপনার শরীরে কারেন্ট লাগবে (VIDEO)

Updated :  Sunday, July 2, 2023 12:58 PM

সিনেমার জগতে এমন অনেক জুটি থাকে যারা নিজেদের দমেই যে কোন সিনেমা হিট করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এরকম একটি জুটি হলো নিরাহুয়া এবং ঋতু সিং এর জুটি। তাদের দুজনের অনস্ক্রিন রোমান্স দেখে সকলেই একেবারে ফিদা। ভোজপুরি জগতে এদের দুজনের জুটিকে সবথেকে জনপ্রিয় জুটির মধ্যে একটি মনে করা হয়। সম্প্রতি তাদের একটি নতুন গান এক হি খাটিয়া এক হি খাটিয়া সোশ্যাল মিডিয়ার জগতে বেশ জনপ্রিয় হয়েছে। এই গানের ভিডিওতে তাদের দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি দেখে সবার মনে যেন বিদ্যুৎ খেলে গেছে।

এই গানের ভিডিওতে তাদের দুজনের রোমান্স সত্যিই অসাধারণ। এমনকি বলিউডের বড় বড় তারকাদের রোমান্স কেউ ফেল করে দিতে পারে তাদের দুজনের এই রোমান্টিক গান। দারুন এনার্জেটিক বিট আর সাথেই তাদের দুজনের এক্সপ্রেশন, সব মিলিয়ে ভোজপুরি জগতে অন্যতম জনপ্রিয় গান হয়ে উঠেছে তাদের দুজনের এই নতুন গানটি। এই গানটি নেওয়া হয়েছে তাদের দুজনের জনপ্রিয় সিনেমা বিজয়াপথ থেকে।

ভিডিওটি আপলোড করা হয়েছে জি মিউজিক ভোজপুরি এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই ৩ লক্ষ ২৭ হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি এবং অনেকেই এই ভিডিওর নিচে নিজেদের কমেন্ট করেছেন এবং ভিডিওটিকে লাইক করেছেন। তাদের দুজনের এই কেমিস্ট্রি দেখে সবার মন দারুন উৎফুল্ল। সব মিলিয়ে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সবার আকর্ষণ গ্রহণ করতে শুরু করেছে।