Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Breaking News: বিকেলের মধ্যে বিজেপিতে যুক্ত হতে চলেছে তৃণমূলের এই তিনজন বড় নেতা!

আবারও তৃনমূল থেকে খসল এই তিন নক্ষত্র। তালিকায় রয়েছেন শহরের মেয়র! নাম শোভন চট্টোপাধ্যায়। গোটা কলকাতা ছিলো তার অধীনে। কিন্তু হঠাতেই ছন্দপতন। দলের মধ্যে অর্ন্তদ্বন্দ্বের কারনে ছাঁটাই করা হয় তার…

Avatar

আবারও তৃনমূল থেকে খসল এই তিন নক্ষত্র। তালিকায় রয়েছেন শহরের মেয়র! নাম শোভন চট্টোপাধ্যায়। গোটা কলকাতা ছিলো তার অধীনে। কিন্তু হঠাতেই ছন্দপতন। দলের মধ্যে অর্ন্তদ্বন্দ্বের কারনে ছাঁটাই করা হয় তার পদ। আসতে আসতে কমিয়ে দেওয়া হয় তার প্রশাসনিক ক্ষমতায়। তাই আর নিজেকে তৃনমূলের মধ্যে আটকে না রেখে আজকেই তার বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেবেন। ইতিমধ্যেই মাথায় হাত পড়েছে তৃনমূলের। কারন শোভন চট্টোপাধ্যায় দলের হেভিওয়েট ও জনপ্রিয় নেতাদের মধ্যে একজন। এছারাও এই দলে রয়েছেন সব্যাসাচী দত্ত।ইতিমধ্যেই কলকাতা ছেরে রওনা দিয়েছেন তারা দিল্লির পথে। জানা গেছে বিকেলের মধ্যে তারা শপথ নিতে চলেছে বিজেপির হয়ে দিল্লির সদর দপ্তরে।

About Author