Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গায়ে আগুন জ্বালিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব প্রেমিকের, ভাইরাল ভিডিও

Updated :  Thursday, August 13, 2020 1:23 PM

শ্রেয়া চ্যাটার্জি – হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন এটা অনেকটাই সেকেলে এক ধরন। তবে বর্তমান প্রজন্মও এমন অনেক আদব-কায়দা করে তার প্রেমিকাকে প্রেম নিবেদন করে থাকেন। তবে সম্প্রতি একজন স্টান্টম্যান সে তার প্রেমিকাকে প্রপোজ করতে গিয়ে নিজের সারা গায়ে আগুন লাগালেন।

একজন প্রফেশনাল স্টান্টম্যান রিকি অ্যাশ তার প্রেমিকাকে অবাক করতে এমন একটি অদ্ভুত কাণ্ড করে বসলেন। ৫২ বছর বয়সী রিকি তার বন্ধুর সাহায্য নিয়েছিল এমন একটি কাজ করতে। যে মুহূর্তে হাঁটু গেড়ে বসে তিনি তার প্রেমিকাকে প্রপোজ করবেন সেই মুহূর্তে তার পিঠ থেকে জ্বলে উঠলো আগুন।

তার প্রেমিকা ক্যাটরিনা ডবসন, একজন কোভিড যোদ্ধা নার্স। তবে রিকি বলেন, এমন একটি আগুন নিয়ে খেলা দেখিয়ে প্রপোজ করা ছাড়া তার কাছে প্রপোজ করার আর কোনো অন্য পথ ছিল না। ক্যাটরিনা জানান, যখন সে আগুনের মধ্যে বসে ছিল তার একটা হাত ছিল পকেটের মধ্যে তিনি ভাবছিলেন যে পকেটে হাত দিয়ে রিকি আবার কি করছেন, তখন ক্যাটরিনা হঠাৎ করে দেখেন রিকি তার পকেট থেকে একটি আংটি বার করেছেন। ক্যাটরিনার এই কায়দা বেশ পছন্দ হয়েছে। এ ঘটনাকে তিনি একটি ‘পারফেক্ট প্রপোজাল’ বলেছেন।