কলকাতানিউজরাজ্য

অনলাইনে নয় এবারে অফলাইনে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে অধ্যাপক এবং অধ্যাপিকাদের প্রস্তুতি নেওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি

Advertisement

সব ঠিকঠাক থাকলে এবার হয়তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছাত্রছাত্রীরা কলেজে পরীক্ষা দেবেন। অন্তত তেমনটাই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে। ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কমার্স এবং ব্যাচেলর অব সায়েন্স এর প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষা মার্চ মাসে গ্রহণ করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তার আগে অনলাইনের বদলে বিশ্ববিদ্যালয় চাইছে যাতে ছাত্রছাত্রীরা কলেজে এসে পরীক্ষা দিতে পারে। ঠিক এমনটাই বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়। যদিও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় সূত্রে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত বছর ডিসেম্বর মাসের শেষ দিক থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে ছাত্র সংগঠনগুলো পথে নেমেছিল। সোমবারও কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসের সামনে এসএফআই অবস্থান করেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার দের জন্য দুটি হোস্টেল খোলা নির্দেশিকা জারি করলেও পরে তা তুলে নেওয়া হয়। ফলে বর্তমানে এখনও বোঝা যাচ্ছেনা কবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে যাবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) দাবি করেছেন, রাজ্য সরকার বললেই বিশ্ববিদ্যালয় এবং কলেজ খুলে দেওয়া সম্ভব হবে। তবে সে ক্ষেত্রে হোস্টেল গুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রা। এই কারণে এখনও অনলাইনে ক্লাস শুরু করার কথা জানাচ্ছেন শিক্ষা মন্ত্রী।

তবে অনলাইনে ক্লাস ঠিক কতটা উপযোগী হচ্ছে তা নিয়ে অধ্যাপক এবং অধ্যাপিকা দের একাংশ প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই। চূড়ান্ত বর্ষের ফল প্রকাশিত হতে দেখা গিয়েছিল, অনেক ছাত্র-ছাত্রী প্রচুর নম্বর পেয়েছেন। এর ফলে বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিলেও ছাত্র-ছাত্রীদের সঠিক মূল্যায়ন হল কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনে। ফলে এবারে অফলাইন পরীক্ষার দিকে এগোতে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক এবং অধ্যাপিকা দের একাংশকে প্রস্তুতি নিতে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে। তবে এক্ষেত্রে সশরীরে ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে পরীক্ষা দিতে যদি আসেন তাহলে কি কি পরিকল্পনা নেওয়া হবে সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন,” চেষ্টা হচ্ছে অফলাইনে পরীক্ষা নেওয়ার। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে সশরীরে পরীক্ষা নিতে হলে বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি নিতে হবে।” বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়।

Related Articles

Back to top button