দেশনিউজ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আনল কেন্দ্র

Advertisement

নয়াদিল্লি: করোনা আবহে দীপাবলীর আগেই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। করোনা পরিস্থিতির মধ্যেই এবারে উৎসব শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ বেশ কয়েক মাস ঘরবন্দি জীবনের পর কার্যত উৎসবের মাধ্যমে নতুনভাবে জীবন ফিরে পেতে চাইছে সকলে। যদিও সেই চাওয়ার মধ্যে একটা সর্তকতা রয়েছে। যে লকডাউন উঠে গেলেও করোনা ভাইরাস এখনও পর্যন্ত চিরতরে বিদায় নেয়নি। তাই সমস্তরকম সর্তকতা মেনেই উৎসব পালন করা হচ্ছে দেশ জুড়ে। আর এই উৎসবের শুরুর প্রাক্কালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বোনাস দেবে কেন্দ্রীয় সরকার।

আজ, বুধবার কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ কথা জানান। তিনি জানিয়েছেন 30 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বোনাস দিতে সম্মত হয়েছে কেন্দ্র। এমনকি বিজয়া দশমীর আগেই এই বোনাস এই 30 লাখ সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এতে কেন্দ্রীয় সরকারের খরচ হবে 3737 কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকারের অর্থ ভান্ডার থেকে এই বিপুল অর্থ খরচ হলেও এতে 30 লাখ মানুষ উপকৃত হবে, এমনটা ভেবেই কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতির মধ্যে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, এই বোনাস নতুন কিছু নয়। প্রত্যেক বছর দশেরার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বোনাস দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে যেভাবে ভারতীয় অর্থনীতি ধুঁকছে, তাতে কোনও সরকারি কর্মচারী এবারে বোনাস পাওয়ার আশা সেভাবে করেননি। কিন্তু তাদের নিরাশ করল না মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের এ হেন সিদ্ধান্তে স্বভাবতই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

Related Articles

Back to top button