Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railways: সবচেয়ে সস্তায় ট্রেনের টিকিট মিলবে এখানেই—যা অধিকাংশ মানুষ জানেন না

Updated :  Monday, January 13, 2025 12:40 PM

ভারতীয় রেলওয়ে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান ভরসা। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় রেল বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কের স্থান দখল করেছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে নানা গন্তব্যে যাতায়াত করেন। আগে কাউন্টারে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিকিট কাটতে হত। কিন্তু এখন ডিজিটাল যুগে এসে টিকিট বুক করা তুলনামূলকভাবে অনেক সহজ হয়ে গিয়েছে।

এই মুহূর্তে, যে কেউ যেকোনো সময়ে, যেকোনো জায়গা থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন। হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তাহলেই যথেষ্ট। বাজারে বেশ কিছু মোবাইল অ্যাপও রয়েছে, যেগুলো অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধা দেয়। প্রতিদিন অসংখ্য যাত্রী এই ধরনের অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কেটে থাকেন।

তবে এসব অ্যাপে টিকিট কাটার সময় নানা ধরনের অতিরিক্ত চার্জ—যেমন কনভেনিয়েন্স ফি, এজেন্ট সার্ভিস চার্জ এবং পেমেন্ট গেটওয়ে চার্জ—জুড়ে যায়। ফলে টিকিটের মোট খরচ অনেকটাই বেড়ে যায়। আজকের প্রতিবেদনে এমন একটি উপায় নিয়ে আলোচনা করা হবে, যার সাহায্যে কম খরচে ট্রেনের টিকিট কাটতে পারবেন, এবং অনেক টাকা বাঁচানোও সম্ভব হবে।

ট্রেনের টিকিট কাটতে গেলে টাকা সাশ্রয় করতে চাইলে, IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)-এর অফিশিয়াল ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ ব্যবহার করুন। ভারতীয় রেলওয়ের সহায়ক এই প্ল্যাটফর্ম থেকে টিকিট বুক করলে কোনো অতিরিক্ত চার্জ প্রায় লাগে না। বিপরীতে, বিভিন্ন প্রাইভেট অ্যাপ ব্যবহার করে টিকিট বুক করতে গেলে একাধিক ফি দিতে হয়। তাই টিকিটের দাম বেড়ে যায়।

সুতরাং, IRCTC-এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটলে উল্লেখযোগ্য পরিমাণে টাকা সাশ্রয় করা যাবে। অবশ্য টিকিটের খরচ ঠিক কতটা কমানো সম্ভব, তা নির্ভর করে ভ্রমণের দূরত্ব এবং কোন শ্রেণির টিকিট নেয়া হচ্ছে, তার উপর।

অনলাইন টিকিট বুকিং যাতায়াতকে আরও সহজ করে তুলেছে। কিন্তু ঠিক কোন পথে খরচ বাঁচানো যাবে, সে বিষয়টি অবশ্যই জেনে রাখা দরকার। অনেক মানুষ তথ্যের অভাবে প্রাইভেট অ্যাপ ব্যবহার করেন, যার ফলে বেশি খরচ হয়। এই পরিস্থিতিতে সঠিক তথ্য জানা এবং IRCTC ব্যবহার করা জরুরি। এটি কেবল সাশ্রয়ীই নয়, বরং সহজ এবং নির্ভরযোগ্যও বটে। তাই পরবর্তীবার ট্রেনের টিকিট কাটার সময় সস্তায় বুক করতে IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপকেই বেছে নেওয়ার পরামর্শ রইল।