আন্তর্জাতিকনিউজ

করোনা নিয়ে মুখ খোলায় চিনা সরকার থেকে খুনের হুমকি পেয়েছেন চিনা গবেষক

Advertisement

চিন : চিন ছেড়ে প্রাণ ভয়ে তিনি এখন আমেরিকায়। সম্প্রতি চিনের ভাইরোলজিস্ট ড. লি মেং ইয়ান দাবি করেছেন তাঁর হাতে প্রমাণ রয়েছে যে করোনা ভাইরাস বানানো হয়েছে চিনের এক সরকারি ল্যাবে। করোনাভাইরাসের প্রকৃতি থেকে আসেনি এর গঠনগত বৈশিষ্ট আলাদা।

এই ভাইরাস এসেছে চিনের কোনও ল্যাব থেকেই। আর এই প্রমাণ তার কাছে থাকার কারণে চিনের মনে হতো একদিন না একদিন এই কথা পাঁচ কান হতে পারে।  আর সেই ভয়ে চিন ছাড়েন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। তার জন্ম হংকংয়ে এবং গবেষণার কাজও করতেন চিনে। একটি টক শো তে তিনি জানান চিন তাকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে।  বারবার একাধিক পদক্ষেপে চিন বোঝানোর চেষ্টা করেছে করোনা ভাইরাসের পিছনে চিনের কোন হস্তক্ষেপ নেই।

কিন্তু সেইসব জল্পনার অবসান ঘটিয়ে চিনের এক ভাইরোলজিস্ট জানান, এই ভাইরাস নাকি তৈরি হয়েছিলো চিনেরই এক সরকারি ল্যাবে। এই নিয়ে চিন সরকারকে সতর্কও করা হয়েছিলো কিন্তু চিনের সরকারি আধিকারিকরা সেই কথায় কান দেয়নি। ইয়ান বলেছেন, ”করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স মানুষের ফিঙ্গারপ্রিন্ট এর মতো। আমি কিছু প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারব যে চিনের ল্যাবে এই ভাইরাস তৈরি হয়েছে। জীববিজ্ঞানের জ্ঞান না থাকলেও যে কেউ তা পড়তে পারবে। এবং নিজেই নিজেই বিচার করতে পারবে।”

উহানের স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি প্রমাণ পেয়েছেন যে করোনা ল্যাবে সৃষ্ট। এমনকি তিনি এও জানান, গত বছরের শেষ দিকে চিনের পূর্বাঞ্চলে নিউমোনিয়ার মতো এই রোগ ছড়াতে শুরু করে। প্রথমদিকে এই রোগ নিয়ে গবেষণাকারীদের মধ্যে একজন ছিলেন তিনি। রোগীর সংখ্যা বাড়তে থাকার পরেও চুপ থাকে চিন, এমনকি বলা হয় চুপ করে না থাকলে তাঁদের মেরে ফেলা হতে পারে।

 

Related Articles

Back to top button