গত রবিবার একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন তৃণমূল প্রার্থী তথা জনপ্রিয় টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী তার কাছের মানুষকে হারিয়েছেন। তার গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে গত রবিবার কলকাতা কেষ্টপুরের এক অভিজাত ফ্ল্যাটে সোহমের শ্যালিকা আত্মহত্যা করেছে। ঘরের ভিতর থেকে অস্বাভাবিকভাবে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শ্যালিকার নাম পারমিতা নাথ এবং বয়স ৩৫ এর কাছাকাছি। কেষ্টপুরের এএইচ ব্লকের এক অভিজাত আবাসনে দোতলায় একটি বন্ধ ঘরে গলায় দড়ি নিয়েছিলেন তিনি।
ঘটনার কথা জানতে পেরেই সোহম চক্রবর্তীর স্ত্রী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান। পুলিশ এসে দেহ উদ্ধার করার সময় সোহম চক্রবর্তীর স্ত্রী অভিযোগ জানায় যে তার বোনের উপর তার স্বামী এবং শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন করত। তাই সে বাধ্য হয়ে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তার মৃতের স্বামী রুদ্রপ্রসাদ নাথ ও শাশুড়ি বাসন্তী নাথকে গ্রেফতার করেছে।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে সোহম চক্রবর্তীর শ্যালিকার ওপর ওই পরিবারের লোক শারীরিক ও মানসিক নির্যাতন করতো। তাই দীর্ঘদিন সে মানসিক অবসাদে ভুগছিল। এমনকি তার ওপর বিবাহবিচ্ছেদের জন্য চাপ দেয়া হচ্ছিল। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে নিজের বেডরুমে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়েছেন। দীর্ঘক্ষন ডাকাডাকির পর সাড়া না পাওয়া গেলে পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে।