কলকাতানিউজ

আজ আহিরীটোলা সার্বজনীনের পুজো উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

Advertisement

কলকাতা: পুজো আসতে আর মাত্র ছ’দিন বাকি। আর এরই মধ্যে প্রত্যেক পুজোমণ্ডপগুলি নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে। যদিও এবারের পুজো অন্যবারের পুজোর থেকে অনেকটাই আলাদা। করোনা পরিস্থিতির কারণে অনেক বিধি-নিষেধ, নিয়মাবলীর মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কাটতে চলেছে। প্রত্যেক পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সেই মতই উদ্যোক্তারা আয়োজন করছেন। উদ্ধোধনের পর্বও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর আজ, বুধবার এমনই একটি পুজোমণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো হল আহিরীটোলা সার্বজনীন। আর আজ মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করতে চলেছেন।

জানা গিয়েছে, বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী পুজোমণ্ডপে এসে উদ্বোধন করবেন। গতকাল, সোমবার সন্ধ্যেবেলায় কলকাতা পুলিশের তরফ থেকে এসে পুজোমণ্ডপের এলাকা পরিদর্শন করে যাওয়া হয়ে গিয়েছে। সকাল থেকেই পুজোমণ্ডপের চারপাশে পুলিশ মোতায়ন লক্ষ্য করা যাচ্ছে। চারিদিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে সমস্ত উদ্বোধন অনুষ্ঠান হবে সামাজিক দূরত্ববিধি মেনে।

প্রত্যেকবার যে আরম্বরে আহিরীটোলা সার্বজনীনকে দুর্গা পুজোর আয়োজন করতে দেখা যায়, সেই আরম্বর এবারে করোনা আবহের জন্য চোখে পড়বে না। মাঠের দুই-তৃতীয়াংশ নিয়ে মণ্ডপ করা হয়েছে। পুরো মাঠ এবার ব্যবহার করা হয়নি। মাঠের সামনের অংশ খোলা রাখা হয়েছে, যাতে দর্শনার্থীদের সামাজিক দূরত্ববিধি মেনে প্রবেশ করতে কোনও অসুবিধা না হয়। সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যেও আহিরীটোলা সার্বজনীন দূর্গোৎসবের আনন্দে আজ থেকেই মেতে উঠতে চলেছে, এমনটা বলাই যায়।

Related Articles

Back to top button