পুজো উদ্বোধনে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, মোবাইলে ক্যামেরাবন্দি করলেন মণ্ডপশয্যা

কলকাতা: পুজো আসতে আর মাত্র চারদিন বাকি। রাজ্য জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে মানুষ একটু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। ইতিমধ্যেই শহরের বেশ কিছু পুজো…

Avatar

কলকাতা: পুজো আসতে আর মাত্র চারদিন বাকি। রাজ্য জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে মানুষ একটু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। ইতিমধ্যেই শহরের বেশ কিছু পুজো উদ্বোধন হয়ে গিয়েছে। তবে এ বছর বেশিরভাগ পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও একাধিক পুজোমণ্ডপের উদ্বোধন করেন তিনি। তবে শুধু পুজো উদ্বোধন করা নয়, এর পাশাপাশি এদিন ছবিও আঁকেন তিনি। এমনকি সেই ছবি নিজের মোবাইলে ক্যামেরাবন্দিও করেছেন তিনি।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অজেয় সংহতির পুজো উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। আর সেখানেই ক্যানভাসে রং দিয়ে ছবি আঁকেন মমতা।এরপর ৪১ পল্লীর পুজো উদ্বোধন করেন। তারপর গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সঙ্ঘের পুজোতেও যান মমতা। তবে শুধু নিজের আঁকা ছবি ক্যামেরাবন্দি করা নয়, এদিন বিভিন্ন মণ্ডপসজ্জাও ক্যামেরাবন্দি করেছেন মুখ্যমন্ত্রী।

পুজো উদ্বোধনে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, মোবাইলে ক্যামেরাবন্দি করলেন মণ্ডপশয্যা

প্রসঙ্গত, সমস্রকম করোনাবিধি মেনেই রাজ্যে পুজো করার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি ঘোষণা করেছেন, ৫০ হাজার টাকা করে পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। যদিও করোনা পরিস্থিতিতে বারোয়ারি পুজো হওয়াটা যুক্তিযুক্ত নয় এবং শুধুমাত্র পুজো কমিটিগুলিকে কেন আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার? এই মর্মে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তবুও পুজো নিয়ে রাজ্য সরকার এখনও নিজের সিদ্ধান্তে অনড়,এমনটা বলাই যায়।

পুজো উদ্বোধনে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, মোবাইলে ক্যামেরাবন্দি করলেন মণ্ডপশয্যা

তবে করোনা পরিস্থিতিতে পুজো হলে করোনার ভয়ে রূপ দেখতে পারে সকলে এই আশঙ্কা করেছেন রাজ্যের চিকিৎসকরা। এমনকি রাজ্য সরকারকে এ বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে রাজ্যের ডক্টরস ফোরামের পক্ষ থেকে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

পুজো উদ্বোধনে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, মোবাইলে ক্যামেরাবন্দি করলেন মণ্ডপশয্যা