পুজোর আগেই ভয়াবহ ঘূর্ণিঝড় আছরে পড়বে বেশ কিছু জায়গায়। বলা ভালো কিছু মাস আগেই আম্ফানে তছনছ হয়ে গিয়েছিলো গোটা কলকাতা সহ বাংলা। চাষের জমি থেকে গাছ ভাঙ্গা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। তার রেশ কাটতে না কাটতেই পুজোর মুখে মানুষের আনন্দ ঘোচাতে আসছে আরেক ভয়ানক ঝড়।
১২ অক্টোবর অন্ধ্রের উপকূলে এই ঝড় প্রবেশ করবে।এর প্রভাবে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কর্ণাটক ও মহারাষ্ট্রে। জানা গিয়েছে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভবনাও রয়েছে। পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব না পড়লেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যার জেরে মাটি হতে পারে পুজোর আনন্দ। ইতিমধ্যেই সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদেরও। বাংলা সহ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও। সব মিলিয়ে কি হবে পুজোর মধ্যে কতখানি আনন্দ হবে সেই নিয়ে চিন্তায় রয়েছে আম বাঙালিরা।















Kim Kardashian’s Sheer Lace Dress by the Sea Breaks the Internet — See the Viral Photos