Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্যুটিং করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দেখা করলেন দেব, স্লোগান তুললেন “ভারত মাতা কি জয়”

Updated :  Wednesday, November 6, 2019 5:57 PM

কেয়া সেন : বড়দিনে বড় রিলিজ বলে কথা। হাতে সময় ও খুব কম, তাই কলকাতার শুটিং শেষ করে টিম “সাঁঝবাতি” পাড়ি দিয়েছিল সিকিমে। লিলি চক্রবর্তী, পাওলি দাম, সোহিনী সেন গুপ্তর সঙ্গে পরিচালক জুটির পরিচালনায়, দেব সেরেছেন ছবির বেশ কিছু অংশের শ্যুটিং ও।

শ্যুটিং করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দেখা করলেন দেব, স্লোগান তুললেন "ভারত মাতা কি জয়"

 

তবে শুধু শ্যুটিংই নয়, টলিউডের অভিনেতা – সংসদ হঠাৎই দেখা করতে গিয়েছিলেন ভারত-চীন সীমান্ত রক্ষাকারী, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে। কনকনে ঠান্ডা কে উপেক্ষা করে দেব পৌঁছে গিয়েছিলেন সিকিমের নাথুলাপাসে। সেনাদের সঙ্গে কথা বলে, “ভারত মাতা কি জয়” স্লোগান তোলাই নয়, তাদের অসুবিধার কথা ওপর মহলের সঙ্গে আলোচনার আশ্বাস ও দেন তারকা। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে খুশি সেনারাও।

শ্যুটিং করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দেখা করলেন দেব, স্লোগান তুললেন "ভারত মাতা কি জয়"

শুধু “সাঁঝবাতি”-ই নয়। নিজের আপকামিং ছবি “টনিক” এর কাজেও বেশ ব্যস্ত অভিনেতা।

শ্যুটিং করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দেখা করলেন দেব, স্লোগান তুললেন "ভারত মাতা কি জয়"

পাশাপাশি,২০২০-র গরমের ছুটিতে, “এসভিএফ” -এর প্রযোজনায় আর ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় পিরিওডিক ড্রামায় পর্দায় ফিরতে চলেছেন দেব।