টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন ২০১৪ সালে। সীমিত ওভারের ম্যাচ শেষবার খেলেছেন ২০১৯ এর বিশ্বকাপে। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই মুহুর্তে তিনি তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সাথে প্র্যাকটিসে ব্যস্ত। এদিন সেই প্র্যাকটিস সেশন থেকেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি পর পর পাঁচটি বিশাল ছয় মারলেন, এবং দর্শকরা প্রবল হাততালিতে ফেটে পড়লো।
স্টার স্পোর্টস তামিলের শেয়ার করা এই ভিডিওটি চেন্নাইয়ের একটি প্রাকটিস ম্যাচের। সেখানে দেখা যাচ্ছে একজায়গায় দাঁড়িয়ে টিপিক্যাল ধোনি স্টাইলে পরপর পাঁচ বলে পাঁচটা ছয় মারলেন ধোনি। কোনওটা মিড উইকেটে, কোনওটা পিছনে। আসন্ন আইপিএলের আগে যে তিনি আগুনে ফর্মে আছেন এদিন সেই বার্তাই দিলেন পরপর পাঁচটা ছয় মেরে।
আরও পড়ুন : ৫৫ বলে অপরাজিত ১৫৮ রান, ঝড়ো ইনিংস খেলল এই তারকা ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর নিয়ে কথা চলছে। যদিও তিনি নিজে এখনো কিছুই জানাননি। বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছেন। কিন্তু তিনি যে এখনো ফুরিয়ে যাননি এদিন তার প্রমাণ দিলেন মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন আইপিএলে ধোনি কেমন খেলে তার উপরই নির্ভর করছে জাতীয় দলে তিনি ফিরবেন কিনা। তাই চেন্নাইয়ের হয়ে অধিনায়ক হিসেবে তিনি যে বাড়তি দায়িত্ব নিয়ে খেলবেন সেকথা বলাই যায়।
BALL 1⃣ – SIX
BALL 2⃣ – SIX
BALL 3⃣ – SIX
BALL 4⃣ – SIX
BALL 5⃣ – SIXஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட தல தோனி!
முழு காணொளி காணுங்கள் ??
#⃣ “The Super Kings Show”
⏲️ 6 PM
? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்
? மார்ச் 8
➡️ @ChennaiIPL pic.twitter.com/rIcyoGBfhE— Star Sports Tamil (@StarSportsTamil) March 6, 2020