রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনা তুঙ্গে। এমন সময় আবার তার ব্যানারে দেখা গেল মুখ্যমন্ত্রীর ছবি। এতদিন যা ছিল না। আর এর সাথেই আবার উঠেছে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। তাহলে কেবল ই কি অভিমান ? সব সমস্যার কি অবসান ঘটল?নতুন করে ফের শুরু হয়েছে জল্পনা।
বেশ অনেক মাস ধরেই সরকারি অনুষ্ঠান কিংবা দলীয় সভায় দেখা যায়না নেতা শুভেন্দু অধিকারীকে। ফলে নিত্যদিন তুঙ্গে উঠেছে জল্পনা। এতে এখানেই কি সব কোলাহলের অবসান ? সম্প্রতি দুই দিনের জন্য বঙ্গ ভ্রমণে এসে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় শুভেন্দুকে ঘিরে ওঠা বহু প্রশ্নের সম্মুখীন তাকে। তবে শুভেন্দুই কি বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী, এমন ও প্রশ্ন ওঠে অমিত শাহের সামনে। অবশেষে তবে কি সেই সব জল্পনার অবসান ঘটতে চলেছে?
সম্প্রতি শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রামের এক সভায় বলেন,” যতক্ষণ আমি নিজে কিছু না বলছি, ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না” তারপরই তাকে দেখা যায় সরকারের এক অনুষ্ঠানে। পরে পটাশপুরের এক সরকারি অনুষ্ঠানেও দেখা যায় তাকে। নেত্রীর কথা বলতেও শোনা যায় তাকে। এছাড়া অন্যদিকে শুভেন্দু অধিকারীর বাবা অর্থাৎ তৃণমূলের বর্ষীয়ান নেতা শিশির অধিকারীও জানিয়েছেন যে রাজ্যের পরিবহন মন্ত্রীর বিজেপিতে যোগদানের খবরের পিছনে কোনো সত্যতা নেই। আর সেই কথাই অনেকটা সত্যি বলে প্রমাণ করেছে নন্দীগ্রাম।
আগামী ১০ তারিখ নন্দীগ্রামে গোকুলনগরে উদযাপিত হতে চলেছে শহিদ দিবস উৎসব। সেই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকতে চলেছে শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের ব্যানারই এটি। নন্দীগ্রামের ২ নং ব্লকে লাগানো হয়েছে এই ব্যানারগুলি। এই বিষয়ে নব নির্বাচিত যুব তৃণমূল সভাপতি বলেন,”এসব করেছে উৎসাহী কর্মীরা। এই সব দেখে বিচলিত হওয়ার কোনো মানে নেই। তাকে এই বিষয়ে জানানো হয়নি। তিনি জানেন না।”
তবে এই ব্যানার রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার আগুন জ্বালিয়ে দিয়েছে বলা চলে। আর এর সাথেই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ইঙ্গিতবাহী হয়ে উঠেছে নন্দীগ্রাম।