ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে মিলন খুবই স্বাভাবিক একটি ব্যাপার! তবে যখন তখন নয়, মিলনের একটি উপযুক্ত সময়ও আছে। সাধারণত সেটা রাতের বেলায় বলেই আমরা জানি। কিন্তু এই ধারণা কিন্তু ভুল, মিলনের সবচেয়ে সঠিক সময় হলো ভোর। বিশেষজ্ঞদের মতে ভোরে মিলনে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত-
রাত বা অন্যকোনো সময় নয়, ভোরে মিলন হলো সবচেয়ে ভালো। ঠিক এমনটাই মত বিশেষজ্ঞদের। তাদের মতে ভোরে মিলনের ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এরই সাথে সাথে ভোরে মিলনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যায়। এসময় নারী এবং পুরুষ উভয়েরই যৌন হরমোন গুলির মাত্রা থাকে তুঙ্গে, যা যৌনমিলনের পূর্বশর্ত। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভোরে মিলন যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়। তাই ঘুমাতে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুবই জরুরি।
ভোরের মিলনের ফলে আপনি যেমন একদিকে শারিরীক ভাবে ফিট হয়ে উঠবেন তেমনই আপনার পার্টনারের সঙ্গে একটা সুন্দর দিন শুরু করতেও এনার্জি দেবে৷ তাই ভোরে মিলিত হন আপনার সঙ্গীর সাথে, সুস্থ থাকবেন ও বাকি দিনটা আপনার ভালো কাটবে।