Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার থাবা দেবের বাড়িতে, কেমন আছেন সাংসদ দেব? জানুন

Updated :  Tuesday, August 25, 2020 5:37 PM

বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি নেই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার ৩৫ হাজার ২৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৫ লক্ষ ৯৬ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে, সাংসদ দেবকে হতে হল গৃহবন্দী।

একের পর এক টলিউড-এর অভিনেতারা করোনা-র শিকার হয়েছে। এবার কোয়ারেন্টাইন হলেন অভিনেতা-সাংসদ দেব। করোনার আবহাওয়া কিছুটা বদল হলেও একেবারে ছেড়ে যায়নি এই ভাইরাস। লকডাউন-এর ঘেরাটোপে এখনও দেশবাসীকে কাটাতে হচ্ছে। এরই মাঝে প্রায় প্রতিদিনই আসতে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার সেই সংখ্যায় নাম বসলো চ্যালেঞ্জ এর অভিনেতা দেবের।

না, দেবের করোনা পজিটিভ ধরা পড়েনি, তবে তাঁর ম্যানেজারের (নাম – উত্তম) রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু করোনার কোনো লক্ষণ নেই উত্তমের শরীরে। অনেকেই উপসর্গহীন অবস্থায় কোভিড-১৯ এর শিকার হচ্ছেন। ফলে প্রথমদিকে অনেকেই বুঝতে পারছে না করোনার গতিবিধি। অবশ্য, নিয়ম অনুসারে দেবের ম্যানেজার হোম কোয়ারেন্টাইনেই আছেন, তবে সুখবর হলো আপনার প্রিয় অভিনেতা দেব ও তাঁর পরিবার সুস্থ আছেন এবং তাঁদের রিপোর্টও নেগেটিভ এসেছে।আপাততঃ দেব ও তাঁর পরিবারও হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

১৪ ই আগস্ট ২০২০ তে দেব অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ সিনেমাটি রিলিজ করার কথা ছিল। এই ছবির ইউএসপি ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগ্রেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কিন্তু,করোনা দুর্ভোগের কারণে তা আর রিলিজ হয়নি। খুব শীঘ্রই দেবের অন্যান সিনেমা রিলিজ হতে চলেছে।