Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৬২ বছর বয়সে পাঞ্জাবি গানে তুমুল নাচ নাচলেন এই বৃদ্ধা, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

Updated :  Thursday, August 27, 2020 2:44 PM

শ্রেয়া চ্যাটার্জি – দিলজিত দোসানঞ্জ এর G.O.A.T গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নেচে সবাইকে তাক লাগিয়ে দিলেন এক বৃদ্ধা মহিলা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুইজারল্যান্ডের এক বাসিন্দা বৃদ্ধা মহিলা এই গানের তালে তালে পা মেলালেন। এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে গানটির যে আসল গায়ক তার চোখে পড়েছে।

দোসানঞ্জ যে ভিডিওটি শেয়ার করেছেন সেই ভিডিওর, এই ৬২ বছরের বৃদ্ধা যার নাম রবি বালা শর্মা, যিনি একজন ক্লাসিক্যাল ডান্সার। তিনি অসাধারণভাবে খুব উৎসাহের সঙ্গে ভাংড়া নাচ পরিবেশন করছেন এবং তিনি যে নাচটি খুব উৎসাহের সঙ্গে যে নেচেছেন, তা তার চোখে মুখেই বেশ প্রকাশ পাচ্ছে।

নাচটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়েছে। প্রত্যেকে এই কমেন্টে বেশ খুশি খুশি মনোভাব জানিয়েছেন। সেই বৃদ্ধাও প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন যারা যারা তার এই ভিডিওটি দেখেছেন। এত বছর বয়সে তার উৎসাহে এতোটুকু ঘাটতি আসেনি। তিনি একজন ক্লাসিক্যাল ডান্সার হয়ে এত সুন্দর ভাংড়া নেচেছেন সত্যিই ভিডিওটি না দেখলে বিশ্বাস করা যায় না। তার এত সুন্দর পরিবেশনের জন্য তাকে কুর্নিশ জানাতে হয়।