মুখ্যমন্ত্রীর চোট লাগল কি করে জানালো এক প্রত্যক্ষদর্শী ছাত্র, ঘটনার সত্যতা জেনে নিন
নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে ধাক্কাধাক্কিতে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রামের প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট পাওয়ায় উথালপাথাল হয়ে গেছে গোটা বঙ্গ রাজনীতি। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বিরুলিয়া মন্দির থেকে বেরোনোর পর তাকে চার-পাঁচজন ধাক্কা দিয়েছে এবং তাতে মুখ্যমন্ত্রীর গুরুতর চোট পায়। ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের বাকি কর্মসূচি বাতিল এবং তাকে নিয়ে গ্রিন করিডোর করে কলকাতা এসএসকেএম অর্থোপেডিক ডিপার্টমেন্ট এ আনা হয়। মুখ্যমন্ত্রীকে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে বারংবার মুখে হাতে জল দেওয়া হয়েছে। আসলে ধাক্কার জেরে মুখ্যমন্ত্রীর পা গাড়ির দরজায় গিয়ে ঠুকে যায়। ঘটনার পর থেকেই যন্ত্রণায় কাতরাচ্ছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী নিজেই তার চোটকে রাজনৈতিক ষড়যন্ত্রের নাম দিয়েছেন। তিনি জানিয়েছেন, চার পাঁচজন ইচ্ছা করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। ষড়যন্ত্র করে সবকিছু করা হয়েছে। এমনকি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। এবার এক প্রত্যক্ষদর্শী ছাত্র জানালো কি হয়েছিল আসলে মুখ্যমন্ত্রীর সাথে। ওই প্রত্যক্ষদর্শী ছাত্র সুমন মাইতি জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী বিরুলিয়া মন্দির থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। সেখানে তাকে দেখার জন্য অনেক ভিড় জমায়েত হয়েছিল। তখনই দুর্ঘটনাবশত মুখ্যমন্ত্রীর ধাক্কা লেগে যায় এবং তার গলা এবং পা তে তিনি চোট পান। গাড়ি খুব আস্তে চলায় বড় কোনো দুর্ঘটনা ঘটে।”
#WATCH Eyewitness, a student gives an account of incident that happened in Nandigram which CM Banerjee says was an attack on her
Eyewitness Suman Maity: "When CM came here,public gathered around her,at the time she got hurt in her neck& leg, not pushed,car was moving slowly" pic.twitter.com/Xoe0Nct87p
— ANI (@ANI) March 10, 2021
প্রত্যক্ষদর্শী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর চোট পাওয়া একটা দুর্ঘটনা ছিল। কেউ ইচ্ছাকৃত তাকে ধাক্কা দেয়নি। ভিড়ের মাঝে তাকে দেখার হুড়োহুড়ি পড়ায় এই দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তিনি কোন রাজনৈতিক দলের কর্মী নয়। তিনি একজন সাধারণ ছাত্র। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে সত্যি কথাটা তিনি জানাতে পারছেন। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়েছে এবং তার এক্স রে করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য এসএসকেএম একটি বিশেষ মেডিকেল বোর্ড তৈরি হয়েছে।