বর্তমান সময়ে দাঁড়িয়ে ত্বকের একাধিক সমস্যায় ভুগছেন বহুমানুষ। সেইকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অনেকসময় চারিদিকের অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত জল না খাওয়া ইত্যাদি কারণবশত না চাইতেও ত্বকের একাধিক সমস্যায় ভুগতে হয় সাধারণকে। আর সেই সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষই দ্বারস্থ হন চিকিৎসক কিংবা পার্লারের। তবে এই সমস্যার সমাধান ঘরোয়া টোটকাতেই সম্ভব। সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ঝলকের সূত্র ধরেই এই প্রসঙ্গ চর্চিত।
এই মুহূর্তে জনপ্রিয় মেডিটেশন থেরাপিস্ট ডাক্টার প্রিয়াঙ্কা ত্রিবেদী নিজের ইনস্টার পাতা থেকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন, যেখানে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও ত্বকের দীর্ঘস্থায়ী দাগ মেটাতে দুটি ঘরোয়া সমাধান বাতলে দিয়েছেন। আপাতত, সেই সূত্রেই একাংশের মাঝে চর্চিত ডাক্তার।
১) মালাই ও পাতিলেবুর রস- প্রথমে একটি পাত্রে দুধের উপর থেকে মালাই কিংবা সর তুলে নিয়ে রাখতে হবে। এরপর তার মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে সেটি গোটা মুখে লাগিয়ে নিতে হবে। মিশ্রণটি গোটা মুখে লাগিয়ে ভালো করে মাসাজ করার পর অন্তত ১০-১৫ মিনিট শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। শেষে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মুখ।
২) আলু ও মধু- প্রথমে একটি পাত্রে কাঁচা আলু ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে মধু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ গোটা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। শেষে পরিষ্কার জল দিয়েই ধুয়ে নিতে হবে মুখ।
উল্লেখ্য, যদি সপ্তাহে এক থেকে দুইদিন এই দুটি টোটকার মধ্যে যেকোনো একটি নিজেদের ত্বকে প্রয়োগ করা যায়, তবে শীঘ্রই মিলবে ফল। দূর হবে মুখের দীর্ঘস্থায়ী দাগের সমস্যাও। আগের থেকে ত্বক হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল।