Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Skin Care Tips: মুলতানি মাটি দিয়ে তৈরি করুন এই ফেসপ্যাক, রাতারাতি হবেন ফর্সা

Updated :  Friday, June 16, 2023 9:29 AM

বাজারজাত প্রসাধনী কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে? এরকম বোকামি না হয় কম করলেন, ঘরে যদি মুলতানি মাটি থেকে থাকে তাহলে চিন্তা কেনো? বানিয়ে নিন অসাধারণ কিছু ঘরোয়া ফেস প্যাক। আপনার ত্বক হয়ে উঠবে কোমল, স্বচ্ছ ও সুন্দর। চলুন দেখে নিই মুলতানি মাটি দিয়ে তৈরি কিছু ফেস প্যাক (Multani Mitti Face Pack)।

কাঁচা দুধ ও মুলতানি মাটি – ৪ চা চামচ কাঁচা দুধ নিন, তাতে ১ চা চামচ বা পরিমাণমত মুলতানি মাটি মিশিয়ে নিন। এরপর প্যাকটি সারা মুখে মেখে নিন, প্রয়োজনে গলা ও হাতের উপরে আর পায়ের পাতায় দিতে পারেন। এক্ষেত্রে পরিমাণ বুঝেই বানাবেন প্যাকটি। ১৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে।

মুলতানি মাটি ও গোলাপ জল – ত্বক খুব তেলতেলে? চিন্তা নেই। ২ চামচ মুলতানি মাটিতে গোলাপ জল মিশিয়ে নিন। মুখে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। ত্বক তেল মুক্ত হতে শুরু করবে।

মুলতানি মাটি ও পেঁপে – অ্যান্টি-এজিং থেরাপির জন্য কোনো ক্রিম লাগাতে হবে না। ঘরে যদি পেঁপে ও মুলতানি মাটি থাকে তাহলে বার্ধক্য হবে টাটা বাই বাই। এক কাপ পাকা পেঁপের পাল্প নিয়ে তাতে ২ চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। আধা ঘণ্টা মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে। এই ফেসপ্যাক সপ্তাহে দুইবার লাগাতে পারেন।

মুলতানি মাটির মধ্যে থাকে জিঙ্ক, সিলিকা, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান, তাই এই মাটি ত্বকের জন্য খুবই উপকারী। আগেকার দিনের মা দিদিমা মুলতানি মাটি সহযোগে ত্বকের যত্ন নিতেন,আর এই কারণেই তাদের ত্বক বহু বছর পর্যন্ত কোমল, সুন্দর থাকতো।

মুলতানি মাটি ও চন্দন গুঁড়ো– দোকান থেকে ভালো মানের চন্দন গুঁড়ো কিনে রাখুন। মুখে ব্রণ ফুসকুড়ি উঠলে চন্দনের তৈরি ফেসপ্যাক কাজে আসবে। চন্দন গুঁড়ো ও মুলতানি মাটি মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট রাখার পর জল দিতে ধুয়ে নিলেই মুখ পরিষ্কার। ব্রণ, কালো দাগ হবে গায়েব। তাহলে আর দেরি কেনো? বানিয়ে নিন ফেসপ্যাক, পান উজ্জ্বল স্বাস্থ্যকর ত্বক।