অবশেষে করোনা ভাইরাসের দিন শেষ, প্রতিষেধক আবিষ্কারের সুখবর দিল মার্কিন বিজ্ঞানী
করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা গোটা বিশ্ব। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত কোভিড ১৯-এর কারণে বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যু মিছিল। এর থেকে পরিত্রাণের উপায় খুঁজছে সবাই। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ওষুধ ও টিকা আবিষ্কার করে মানবদেহে প্রয়োগ করেছে অনেক দেশ। এর মধ্যে বেশ কিছু ওষুধ ব্যবহার করা হচ্ছে করোনা থেকে পরিত্রাণের জন্য। ভারতে তৈরি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছে করোনা সারাতে। এর মধ্যে এক মার্কিন চিকিৎসকের দাবি আলোড়ন ফেলেছে বিশ্বে।
মার্কিন সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্টনি ফৌসি দাবি করেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোখার অব্যর্থ ওষুধ পেয়ে গিয়েছেন তারা। তাঁর আরও দাবি, ভাইরাস মোকাবিলায় ব্যবহার করে আসা রেমডেসিভার ড্রাগ করোনা চিকিৎসায় দারুণ ভাবে কার্যকর হয়ে উঠেছে। বর্তমানে করোনা মোকাবিলায় ব্যবহার করা সমস্ত ওষুধকে পেছনে ফেলে রেমডেসিভার প্রথম সারিতে উঠে এসেছে বলে দাবি ওই মার্কিন গবেষকের। তিনি বলেন, করোনা চিকিৎসায় ট্রায়ালে থাকা সমস্ত ড্রাগের থেকে রেমডেসিভার বেশি কার্যকরী। কারণ এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
রেমডেসিভারকে বেশি গুরুত্ব দিতে গিয়ে হাইড্রক্সিক্লোরোকুইনেরও প্রসঙ্গ টানেন ফৌসি। বলেন, হাইড্রক্সিক্লোরোকুইন থেকে অন্তত ৩০ শতাংশ বেশি কার্যকর রেমডেসিভার। ইতিমধ্যে এই ড্রাগ ১ হাজার ৬৩ জনের শরীরে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে। তবে, এই ড্রাগের কার্যকারিতার বিষয়ে গত সপ্তাহেই সন্দেহ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।