কলকাতা: পুজো নিয়ে বিস্তারিতভাবে স্পষ্ট রায় দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে দেওয়া রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতেও আগের রায়ই বহাল রইল। কিন্তু এর ফলে ছোট ছোট বাচ্চারা নির্ভেজাল আনন্দ থেকে বঞ্চিত হবে, এমনটা আর বলার অপেক্ষা রাখে না। আর বাচ্চাদের জন্য মন খারাপ করছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।
তিনি শুধুই কলকাতার মেয়র নন। এর পাশাপাশি দক্ষিণ কলকাতার অন্যতম পুজো চেতলা অগ্রণীর কর্তাও তিনি। অবশ্য প্রথম থেকেই বা বলা ভাল হাইকোর্টের রায় দেওয়ার আগে থেকেই 30 মিটার দূরত্ব রাখা হয়েছে চেতলা অগ্রণীতে। সেখানে 30 মিটার দূর থেকেই মায়ের দর্শন করতে হবে দর্শনার্থীদের। তাই হাইকোর্টের রায়ের পরে খুব একটা চেতলা অগ্রণীর অসুবিধা হয়নি। কিন্তু বাকি পুজোমণ্ডপগুলির কী হবে? বাচ্চাদের আনন্দেরই বা কী হবে? এই প্রশ্নে বেশ খানিকটা মনমরা ফিরহাদ হাকিম।
এ প্রসঙ্গে কলকাতার মেয়র বলেন, ‘হাইকোর্টের রায় মাথা পেতে নিয়েছি। আমরা সাধারন মানুষ, কোর্ট যা নির্দেশ দেবে সেটাই মেনে চলতে হবে। আসলে দুর্গোৎসবটা আমার কাছে স্রেফ একটা উৎসব, যাতে সকলে একসঙ্গে মেতে উঠতে চাই। কিন্তু এ বছর সেটা হল না। তাই একটু খারাপ লাগছে। তবে সবচেয়ে বেশি খারাপ লাগছে বাচ্চাদের কথা ভেবে। ছোট-ছোট মুখগুলো দীর্ঘ আট মাস ধরে ঘরবন্দি। না আছে এখন ওদের স্কুল, না আছে ওদের জন্য খোলা পার্ক। অনলাইন পড়াশোনার চাপে কার্যত ক্লান্ত হয়ে পড়েছে ওরা। হয়তো পুজোয় নির্ভেজাল আনন্দ করতে পারলে ভাল হতো। কিন্তু সেটাও এ বছর ওরা পারবে না।’ এভাবেই ছোটদের জন্য নিজের মন খারাপের ভাবনা তুলে ধরেছেন ফিরহাদ হাকিম।