ক্রিকেটখেলা

প্রথম T-20 তে ৬ বোলিং অপশনে নামছে ভারত, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ

Advertisement

২০১৯ সালের একদিনের বিশ্বকাপের পর সফল ঘরোয়া মরশুমে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছে। এবার বিরাট কোহলি এবং কোং ২০২০ তে তাদের প্রথম বিদেশ সফরে নিউজিল্যান্ড রওনা হয়েছে। সাম্প্রতিক সময়ে সিরিজের প্রকৃতি বিবেচনা করলে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট সম্বলিত এই সফর একটি দীর্ঘ সফর হিসেবে খ্যাত হবে। নিউজিল্যান্ডে ভারতের সফর শুরু হচ্ছে অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি বিশেষ তাৎপর্য, কারণ নিউজিল্যান্ডের আবহাওয়া ও পরিস্থিতি অস্ট্রেলিয়ার পরিস্থিতির সাথে প্রায় এক।

অকল্যান্ডে প্রথম ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ছয় বোলিং অপশনের সাথে নামতে চান। সেক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দর এর মধ্যে একজনকে খেলতে দেখা যাবে। ম্যাচের আগে মনীশ পান্ডে, শ্রেয়স আইয়ার এবং রিষভ পন্তকে নেটে একসাথে ব্যাট করতে দেখা যায়, আর সঞ্জু স্যামসনকে প্যাড পরে দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেইজন্য কেরালার ব্যাটসম্যান প্রথম টি-টোয়েন্টিতে প্রথম একাদশে জায়গা পাবেন বলে মনে হয়না। এই ম্যাচে উইকেটরক্ষক হিসেবে কে এল রাহুলের জায়গা আগে থেকেই ঠিক হয়ে গেছে। ‌

আরও পড়ুন : IND Vs NZ : ভারতীয় দল থেকে বাদ পরতে পারে এই ক্রিকেটার, অভিষেক পৃথ্বীর

প্রথম টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, কে এল রাহুল(উইকেটরক্ষকক), বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, শিবম দুবে/ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব/যুজবেন্দ্র চাহাল।

Related Articles

Back to top button