Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার ছোবল, প্রাণ গেল স্পেনের ফুটবল কোচের

Updated :  Tuesday, March 17, 2020 11:14 AM

করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ দাপট বাড়াচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে করোনা সংক্রমণের ফলে সৃষ্ট কোভিড ১৯। দিন দিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা। সেই তালিকায় এবার নবতম সংযোজন স্পেনের তরুণ ফুটবল কোচ। ২১ বছর বয়সি ফ্রান্সিসকো গার্সিয়া স্পেনের মালিগায় আতলেতিকো পোর্তাদা আলতা ক্লাবের ছোটদের কোচ ছিলেন। স্থানীয় সময় রবিবার দুপুর নাগাদ মৃত্যু হয় তাঁর। করোনার পাশাপাশি তিনি লিউকোমিয়াতেও ভুগছিলেন বলে জানা গেছে।

তরুণ ফুটবল কোচের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালিগায়। তাঁর ক্লাব আতলেতিকো পোর্তাদা আলতা-র পক্ষ থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। পরিবারকে সমবেদনা জানিয়ে সেই শোক বার্তায় নিজেদের প্রয়াত কোচের প্রতি তীব্র ভালোবাসা প্রকাশ পেয়েছে। রয়েছে ‘ভালো থাকার’ করুণ আর্তিও। শোকবার্তায় লেখা হয়েছে, ‘প্রয়াত কোচকে শ্রদ্ধা। ছোটদের মধ্যে ফুটবলের প্রসারে আপনার অবদান অনস্বীকার্য। আপনাকে ছাড়া আমরা কিভাবে এগিয়ে যাব? শান্তিতে থেকো।’

আরও পড়ুন : HIV-র ওষুধ ব্যবহার করে সেরে উঠেছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী

বেশ কিছু দিন আগে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তরুণ কোচ। একইসঙ্গে তাঁর শরীরে বাসা বেঁধেছিল লিউকোমিয়াও। এই নিয়ে মালিগায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ৫। ইতিমধ্যে স্পেনে মৃতের সংখ্যা ২৯৭ জন। ইতিমধ্যে স্পেন সরকার দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।