সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে বাড়িতে বসেই কাজ করছেন সাধারণ মানুষ। ফলে ডেটার চাহিদা বেড়ে গিয়েছে বহুগুণ। গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এনে চলেছে একাধিক রিচার্জ প্ল্যান। কিছুদিন আগেই রিলায়েন্স জিও কর্তৃপক্ষ ১০১ টাকায় ১২ জিবি ডেটার একটি প্ল্যান এনেছে। তবে এবার জিওকে টেক্কা দিতে চলেছে এয়ারটেল। তাদের ৯৮ টাকার প্রিপেইড প্ল্যানে ডেটার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে এই ৯৮ টাকার প্ল্যানে ৬ জিবি করে ডেটা পেতেন গ্রাহকেরা। তবে এই রিচার্জ প্ল্যানটি সংস্করণ করে তার বদলে ১২ জিবি ডেটা দেওয়া হবে। যদিও কোন ভয়েস কলিং বা এসএমএস এর সুবিধা পাবেননা গ্রাহকেরা।
তবে আরও একটি সুবিধা দিচ্ছে এই কর্তৃপক্ষ। জিওর ১০১ টাকার প্ল্যানে কোন বৈধতা নেই তবে এয়ারটেলের ৯৮ টাকার প্ল্যানটিতে ২৮ দিনের বৈধতা দেওয়া হবে।
অন্যদিকে, শুধু ৯৮ টাকার প্ল্যানটিই নয় এয়ারটেল আরও কিছু প্ল্যানে বাড়তি সুবিধা দিচ্ছে গ্রাহকদের। যেমন- ৫০০ টাকা রিচার্জে ৪২৩.৭৩ টাকার পরিবর্তে ৪৮০ টাকার টকটাইম দেওয়া হচ্ছে। এছাড়াও ১০০০ টাকা রিচার্জে ৯৬০ টাকা এবং ৫০০০ টাকা রিচার্জে ৪৭০০ টাকা টকটাইম পাবেন গ্রাহকেরা।