ইন্টারনেটের যুগে এই প্রথমবার নয় যে, ভারতীয় যুবতীরা নিজেদের সাহসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজত্ব করছেন ডিজিটাল মিডিয়ায়। করোনা মহামারির পরবর্তী সময় থেকে ডিজিটাল প্লাটফর্মে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে শুরু করেন ভারতীয় যুবতীরা। এরপর থেকে ভারতের একাধিক যুবতীরা ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে পরিণত হয়েছেন তারকা সেলিব্রেটিতে। সোফিয়া আনসারী, এঞ্জেল রাই, ববিতা শেরা সহ অঞ্জলি অরোরার মত হট যুবতীরা আজ রাজত্ব করছেন ডিজিটাল প্লাটফর্মে। যাদের সাহসী নাচের ভিডিও গুলো সোশ্যাল মিডিয়ায় নজরে আসামাত্রই ভাইরাল হয়ে পড়ে চোখের পলকে।
হরিয়ানার যুবতীদের সাহসিকতা
আর বিগত কয়েক বছরে যখনই সোশ্যাল মিডিয়ায় সাহসী ডান্সের প্রসঙ্গ উঠেছে তখনই জোরদার আলোচিত হয়েছেন হরিয়ানার সেক্সি যুবতীরা। স্বপ্না চৌধুরী, মুসকান বেবি, সুনিতা বেবি, রচনা তিওয়ারির মত সাহসী নৃত্যশিল্পীদের কারণে আজ সোশ্যাল মিডিয়ায় সাহসী ডান্স আলাদা মাত্রা অর্জন করেছে। আমরা আপনাদের বলি, যেখানে কয়েক বছর আগে বিনোদন জগৎ মানেই ছিল বলিউডের গুটিকয়েক তারকার হাতেগোনা কয়েকটি সিনেমা, সেখানে হরিয়ানার সেক্সি যুবতীদের হাত ধরে বিনোদনের নতুন রাস্তা খুঁজে পেয়েছিলেন বিনোদন প্রেমীরা।
ভাইরাল ভিডিওর লিংক
তবে বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন তথা ইউটিউবে কয়েক মিনিটের একটি সাহসী নাচের ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে বছর কুড়ির এক দেশি যুবতীকে খোলা ছাদে উত্তপ্ত ডান্স করতে দেখা গেছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, টাইট সালোয়ারে হরিয়ানার জনপ্রিয় গানে একের পর এক হট স্টেপ করছেন ওই তরুণী। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়া প্রেমীরা মন্তব্য করছেন, এই যুবতীর কাছে ব্যার্থ সেক্সি স্বপ্না চৌধুরীও। রইল ইন্টারনেটের ভাইরাল ভিডিও-