সৌন্দর্যজীবনযাপন

Hair Care: ঘরোয়া টোটকাতেই গায়েব খুশকি, এই কটি জিনিস হাতের কাছে থাকলেই মিটবে সমস্যা

Advertisement

প্রতিটি মানুষের কাছেই তার চুল ভীষণ প্রিয়। যেকোনো ধরনের সাজের সাথেই সকলেই চান নতুন করে নিজেদের চুলকে সাজাতে। তবে অনেকসময় চুল পড়ে যাওয়া কিংবা খুশকি হওয়ার মতো একাধিক সমস্যায় ভুগতে হয় একাধিক মানুষকে। আর সেইসমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে নানা ধরনের পথ অবলম্বন করেন সকলে। তবে সবসময় সেগুলি উপকারী হয় না চুলের পক্ষে। বলাই বাহুল্য, এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যা যদি চুলের প্রয়োগ করা যায় তাহলে নিমেষেই দূর হতে পারে খুশকির সমস্যা।

১) নিমপাতা চুলের যেকোনো ধরনের সমস্যা সমাধানের অন্যতম প্রধান উপায়। কারণ নিমপাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গালের গুণ বর্তমান। যদি একটি বাটিতে ফুটন্ত গরম জলের সাথে বেশ কিছু নিমপাতা ফুটিয়ে তার সেই জল দিয়ে চুল ধোয়া হয় তাহলে খুশকির সমস্যা কমে যেতে পারে অনেকটাই। তবে সেই জল দিয়ে চুল ধোয়ার আগে তার সাথে পরিমাণ মতো সাধারণ জল মিশিয়ে নিতে হবে।

২) রসুন থাকে যে কোন গৃহস্থ বাড়িতেই। আর এটি খুশকির সমস্যা দূর করার অন্যতম উপায়। রসুনে অ্যান্টিফাঙ্গালের গুণ বর্তমান। দুটো রসুন পিষে নিয়ে তার রস যদি চুলের গোড়ায় দেওয়া যায় তাহলে তা খুশকির সমস্যা দূর করে। তবে রসুনের গন্ধ থেকে মুক্তি পেতে ওই রসের মধ্যে অল্প পরিমাণে মধু মিশিয়ে নেওয়া যেতে পারে।

৩) মেথিও যেকোন গৃহস্থ বাড়িতেই থাকে। একটি পাত্রতে বেশ কিছুটা মেথি ভিজিয়ে রাখতে হবে। এরপরে সেই জল ছেঁকে নিয়ে মেথির পেস্ট বানিয়ে নিতে হবে। আর সেই পেস্ট চুলে লাগিয়ে এক ঘন্টা ছেড়ে দিতে হবে শুকানোর জন্য। তারপরেই নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে চুল। এটি খুশকির সমস্যা সমাধানের অন্যতম উপায়।

Related Articles

Back to top button