এক চার্জে ৯৫ কিলোমিটার চলবে Harley Davidson এর এই ইলেকট্রিক সাইকেল, জেনে নিন খুঁটিনাটি
Serial1 BASH/MTN অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পারফেক্ট বলে দাবি করেছে কোম্পানি
বর্তমান যুগে ইলেকট্রিক গাড়ি বাইক ব্যবহারের প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আসলে ফিউচার যে এই ইলেকট্রিক তা বুঝতে পেরেছেন সকলেই। তাইতো একের পর এক কোম্পানি বিভিন্ন আকর্ষণীয় এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ট্রান্সপোর্ট প্রডাক্ট বাজারে লঞ্চ করছে। এতদিন অব্দি অনেক ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের সম্বন্ধে আপনারা জেনেছেন। তবে আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের একটি ইলেকট্রিক সাইকেলের ফিচার সম্বন্ধে জানাবো যা শুনে অবাক হবেন আপনিও।
জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হারলে ডেভিডসন অতিসম্প্রতি তাদের একটি ই-বাইক (ইলেকট্রিক সাইকেল) লঞ্চ করেছে। নতুন এই ব্র্যান্ডের নাম Serial1 BASH/MTN। কোম্পানি দাবি করেছে যে এই ই-বাইক অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পারফেক্ট চয়েস। এর শক্ত ফ্রেম, অফরোড টায়ার এবং বেশ কিছু প্রিমিয়াম হার্ডওয়ার সাইকেলটিকে পাহাড় এবং অ্যাডভেঞ্চারের জন্য পারফেক্ট বানিয়ে তোলে। জানিয়ে রাখা ভাল, এই কোম্পানি MOSH/CTY এবং RUSH/CTY নামে দুটি মডেলও লঞ্চ করেছিল আগে। কোম্পানির মতে, দুটি মডেলই সিটি রাইডিংয়ের জন্য আদর্শ, অন্যদিকে নতুন মডেল অ্যাডভেঞ্চারের জন্য ডিজাইন করা হয়েছে।
এরপর আসা যাক, Serial1 BASH/MTN ই বাইকের পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্বন্ধে। জানা গিয়েছে, এই ই বাইকে ৫২৯ Wh ক্ষমতার একটি ব্যাটারি প্যাক রয়েছে, যা কোম্পানির দাবি ড্রাইভিং মোডের উপর নির্ভর করে ৩০ থেকে ৯৫ কিলোমিটারের একক চার্জ রেঞ্জ দিতে পারে। স্পষ্টতই, হাই পাওয়ার মোডে বাইকের রেঞ্জ কম হবে এবং এই ইলেকট্রিক সাইকেলের রেঞ্জ ইকো মোডে বেশি হবে। এই সাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ৩২ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে।
We took the best parts of MOSH/CTY and made something even better. With the iconic frame design, belt drive and a set of big knobby tires, BASH/MTN checks all the boxes you didn’t know you needed. Available in limited quantities at https://t.co/mKvQ22xrq7. #Serial1 pic.twitter.com/QT1LNSoJpi
— Serial 1 (@Serial1Cycles) May 25, 2022
অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য যেহেতু এই সাইকেল বানানো হয়েছে তাই এতে রয়েছে মজবুত ফ্রেম স্ট্রাকচার। অফরোডে সুবিধার জন্য সাইকেলে Michelin E-Wild knobby টায়ার ব্যবহার করা হয়েছে। সাইকেলটিতে চার-পিস্টন ২০৩ মিমি হাইড্রোলিক ডিস্ক ব্রেক করা হয়েছে। এই সাইকেল ৭৫ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ২.৫ ঘন্টা। তবে পুরো চার্জ হতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা। ভারতীয় মূল্যে হারলে ডেভিডসনের Serial1 BASH/MTN সাইকেলটির দাম প্রায় ৩.১০ লাখ টাকা।