Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Skin Care Tips: রুপোর মত চকচকে করুন ত্বক, মুখে ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ফেসপ্যাক

Updated :  Friday, October 13, 2023 6:43 PM

আজকাল প্রতিনিয়তই উজ্জ্বল এবং মসৃণ ত্বক পাওয়ার আশায় মেয়েরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে থাকে। তবে সাময়িক সময়ের জন্য ত্বকের উজ্জ্বল্য ভাব বৃদ্ধি পেলেও তা দীর্ঘস্থায়ী হয় না। যার ফলে প্রতিনিয়তই কেমিক্যাল প্রোডাক্টের ওপর নির্ভর করতে হয় মেয়েদের। তবে বিভিন্ন ধরনের এই কেমিক্যাল প্রোডাক্ট ত্বকের উন্নতির থেকে অবনতি করে বেশি। কিছু সময়ের জন্য ত্বকে উজ্জ্বল ভাব প্রকাশ পেলেও কেমিক্যালের জন্য পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিল সমস্যার মধ্য দিয়ে যেতে হয় মেয়েদের।

যার ফলে মেকআপ প্রোডাক্ট থেকে অনেক মেয়ে দূরে থেকে উজ্জ্বল এবং মসৃণ ত্বক পাওয়ার জন্য নানাবিধ ফেসপ্যাক ব্যবহার করে থাকে। দীর্ঘদিন ধরে ঘরোয়া পদ্ধতিতে এই সমস্ত ফেসপ্যাক ব্যবহার করার ফলে অনেকেই উজ্জ্বল ত্বকের অধিকারী হন। আজকের নিবন্ধে আমরা আপনাদের এমন দুটি ফেসপ্যাকের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং নিয়মিত ব্যবহার করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

১. লেবু এবং মধুর ফেসপ্যাক: এমনিতেই লেবু মানবদেহের ক্ষতিকারক পদার্থ নিষ্কাশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পাশাপাশি লেবুর পেস্ট ত্বক ফর্সা করতে খুবই সহায়ক। এটি বর্ণের উন্নতি করে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফর্সা ভাব ফিরিয়ে আনে এবং ত্বকের ক্ষতি কমায়।

ব্যবহারবিধি: ২ চা চামচ লেবুর রসের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি আপনার মুখে লাগান এবং ৩০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

২. মসুর ডালের ফেসপ্যাক: উজ্জ্বল ত্বকের জন্য বেশিরভাগ মেয়ে এই ফেসপ্যাকটি ব্যবহার করে থাকে। মসুর ডাল ত্বকের মেলানিন নিয়ন্ত্রণে কাজ করে, যা দাগ দূর করে এবং গায়ের রং উন্নত করে। ফর্সা রং পাওয়ার জন্য মসুর ডালকে খুবই কার্যকরী প্রতিকার হিসেবে বিবেচনা করা হয়।

ব্যবহার বিধি: এই ফেসপ্যাকটি তৈরি করতে চার চামচ মসুর ডাল নিয়ে সারারাত ভিজিয়ে রাখুন।এর পর সকালে খুব সুন্দর করে পিষে নিন। এবার এতে অ্যালোভেরা জেল এবং এক চামচ লেবুর রস মিশিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।