দেশনিউজ

আপনার ভোটার কার্ডে কোনও ভুল থাকলে এবার তা ঘরে বসেই সংশোধন করে নিতে পারবেন

Advertisement

নয়াদিল্লি: ভোটার কার্ড আমাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হয়। দেশের বৈধ নাগরিকের সচিত্র পরিচয়পত্রই হল এই ভোটার কার্ড। ভোটার কার্ডের গুরুত্ব কম-বেশি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু কার্ডের কোনও তথ্য বদলাতে চাইলে তা সহজে ঘরে বসেই অনলাইন থেকে বদলে নেওয়া যায়। কীভাবে?

আসুন, পদ্ধতিগুলি এক নজরে জেনে নেওয়া যাক।…

● প্রথমে www.nvsp.in –এই ওয়েবসাইটে গিয়ে ‘Correction of entries in electoral roll’ অপশন বেছে নিতে হবে।

● এরপর ওয়েবসাইটের উপরে ড্রপ ডাউন মেনু থেকে নিজের ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় সমস্ত জরুরি তথ্য দিতে হবে।

● এবার ভোটার কার্ডে যে তথ্যগুলি বদলাতে হবে বা যে তথ্যগুলি ভুল আছে, সেই বিষয়গুলিতে ক্লিক করুন। এখানে একই সঙ্গে একাধিক তথ্য বা বিষয় সংশোধনের জন্য নির্বাচন করতে পারবেন।

● এরপর নির্বাচিত তথ্যগুলি বদলে তার পরিবর্তে যে যে নতুন তথ্য দিতে চান (নতুন বা পরিবর্তিত ঠিকানা, নামের বানান, বয়স ইত্যাদি), সেগুলি নির্দিষ্ট অংশে প্রদান করুন।

● নির্বাচিত তথ্যগুলি পরিবর্তনের পর এ বার নিজের মোবাইল নম্বর আর ই-মেল দিয়ে দিন।

● বয়স, নামের বানান ইত্যাদি পরিবর্তন করতে হলে প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট-এর স্ক্যান করা প্রতিলিপিটি এই ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে আপলোড করে সাবমিট করে দিন।

● এ বার এই অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া মেল-আইডিতে একটি কনফার্মেশন ই-মেল পাবেন, যার ৩০ দিনের মধ্যে আপনার ভোটার কার্ডের যাবতীয় তথ্য আপডেট হয়ে যাবে।

Related Articles

Back to top button