দিল্লীর ভয়ংকর সংঘর্ষ প্রাণ নিয়েছে ৩৪ জন মানুষের, আহত হয়েছেন দুই শতাধিক।এই ঘটনায় দিল্লী সরকার এবং কেন্দ্রীয় সরকার শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এমনটাই অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শুধু তাই নয় তিনি রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে একটি স্মারকলিপিও জমা দিয়েছে কংগ্রেস।
তারা রাষ্ট্রপতিকে জানিয়েছেন, “কর্তব্য পালন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে বলুন।দেশের মানুষের নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে সেই ব্যবস্থা করুন, আর যেন কারও প্রাণ না-যায়।এছাড়া দিল্লীতে হিংসার ঘটনা রুখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরোপুরি ব্যর্থ হয়েছেন তাই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে দ্রুত সরানো হোক।সরকারকে বলুন রাজধর্ম পালন করতে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশুধু সোনিয়া গান্ধীই নয়, কংগ্রেসের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছিল, যেখানে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ। এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “দিল্লীতে গত চারদিন ধরে যা চলছে তা অত্যন্ত উদ্বেগজনক।এই ঘটনা গোটা দেশের জন্য লজ্জা। ৩৪ জন মানুষের মৃত্যু হয়েছে এছাড়া দুশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কেন্দ্রীয় সরকার যে পুরোপুরি ব্যর্থ, এই ঘটনাই তার প্রমাণ দেয়।”